বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৩

গ্রেফতারির প্রতিবাদে পথে বাম-কং

#কলকাতা | গ্রেফতারির প্রতিবাদে পথে বাম-কং | kolkata, News Ticker
গ্রেফতারির প্রতিবাদে অবস্থান কর্মসূচির ডাক দিল বামফ্রন্ট৷ শুক্রবার রাণী রাসমনি রোডে চলবে এই অবস্থান কর্মসূচি৷ চার-ঘণ্টা ধরে তাদের এই কর্মসূচি চলবে৷ ডেপুটেশন জমা দিতে গিয়ে প্রহৃত হন সিপিএম নেতা সুজন চক্রবর্তী, শিক্ষাবিদ সুনন্দ সান্যাল, সমীর পুততুণ্ডু সহ ২৪ জন৷ ঘটনার জেরে এদিন বিকেলে তাদের গ্রেফতা...

জমির দলিলেও নাম পরিবর্তন হয়েছিল: গৌতম দেব

#কলকাতা | জমির দলিলেও নাম পরিবর্তন হয়েছিল: গৌতম দেব | kolkata, News Ticker
নিউটাউন-রাজারহাটের নাম জ্যোতি বসু নগরী রাখার প্রস্তাব হিডকো বোর্ডের বৈঠকে রাখা হয়েছিল। পরে জমির নথিপত্রেও নাম পরিবর্তন করা হয়। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে একথা জানালেন সিপিএম নেতা গৌতম দেব। তিনি জানিয়েছেন, নিউ টাউনের নামকরণ করেছিল হিডকো বোর্ড। সেই হিডকো বোর্ডের বৈঠকেই জ্যোতি বসু নগরীর নামকরণের প্র...

ঝাড়খণ্ডে গ্রেফতার ৩ মাওবাদী

#এইদেশ | ঝাড়খণ্ডে গ্রেফতার ৩ মাওবাদী | News Ticker, এই দেশ, মাওবাদী
গ্রেফতার হল তিন মাওবাদী৷বুধবার রাতে তারা পরিবারের সঙ্গে দেখা করতে গেলে তাদের গ্রেফতার করে ঝাড়খণ্ড পুলিশ৷ ঝাড়খণ্ডের পালামৌ জেলার হামিদনগর অঞ্চল থেকে পঞ্চম রাই নামে একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পালামৌর পুলিশ সুপার মুকেশ কুমার মাহাত৷পঞ্চম বিহারের ঔরঙ্গাবাদ জেলায় পুলিশ কর্মী হত্যার ঘটন...