Bengal Election 2016- Live update


  • নয়াদিল্লিতে সংবাদমাধ্যমের মুখোমুখি নির্বাচন কমিশনার নাসিম জাইদি
  • পশ্চিমবঙ্গ সহ ৫ রাজ্যে বিধানসভার দিন ঘোষণা।
  • পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, পুদুচেরি এবং অসমে ভোট হবে।
  • মোট ৮২৪টি বিধানসভা আসনে ভোট হবে।
  • নির্বাচনী বিধি লাগু হল আজ শুক্রবার থেকেই।
  • পশ্চিমবঙ্গে ৬ কোটি ৫৫ লক্ষ ভোটার
  • রাজ্যে ভোটগ্রহণ কেন্দ্র ৭৭ হাজার ২৪৭
  • পাঁচ রাজ্যে মোট ভোটার ১৭ কোটি
  • এই ভোটে নোটার ব্যবহার থাকবে। থাকবে একটা নতুন চিহ্ন
  • ইভিএমে থাকবে প্রার্থীদের ছবি 

  • কোনও অসামাজিক কাজ বরদাস্থ করা হবে না, কমিশন
  • পাঁচ রাজ্যেই শুধুমাত্র মহিলাদের জন্যে পোলিং বুথ থাকবে, কমিশন
  • সব বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী। বাহিনী ঠিকমতো ব্যবহার হচ্ছে কিনা তা জানতে থাকবে কেন্দ্রীয় পর্যবেক্ষকরা
  • ১৮ হাজারVVPAT ব্যবহার করা হবে। ভোট দেওয়ার ক্ষেত্রে নয়া প্রযুক্তি
  • সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে সকলের সহযোগিতা কাম্য।  
  • দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা, কমিশন
  • ভোটারদের নিরাপত্তায় থাকবে মোবাইল ফোর্স
  • জেলাপ্রতি ৫ কেন্দ্রীয় পর্যবেক্ষক
  •  পেড-নিউজ মনিটারিং করবে কমিশন
  • অসমে দু'দফায় ভোট হবে। প্রথম পর্যায়ে ৪ এপ্রিল সোমবার এবং দ্বিতীয় পর্যায়ে ভোট হবে 
  • ছয় দফায় ভোট হবে পশ্চিমবঙ্গে ।
  • প্রথম পর্যায়ে ভোট হবে ৪ এবং ১১ এপ্রিল (৫৬টি আসনে)
  •  দ্বিতীয় পর্যায়ে ভোট হবে ১৭ এপ্রিল(৬২টি আসনে)
  • তৃতীয় দফায় ভোট হবে ২১ এপ্রিল (৬২টি আসনে)
  • চতুর্থ দফা ২৫ এপ্রিল (৪৯টি আসনে)
  • পঞ্চম দফায় ভোট হবে ৩০ এপ্রিল (৫৩টি আসনে)
  • ষষ্ঠ দফায় ভোট হবে ৫ মে'তে ভোট শেষ। ভোট হবে ২৫টি আসনে
  • গণনা ১৯ মে। ২১ শে মে'য়ের মধ্যে শেষ করতে হবে নির্বাচন প্রক্রিয়া 
  • কলকাতায় দু'দফায় ভোট হবে। ভোট হবে ২১ এবং ৩০ এপ্রিল
  •  




  


কোন মন্তব্য নেই: