কলকাতা: ভোটে হিংসার জন্য শাসক তৃণমূলকে দায়ী করে নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে গিয়েছিলেন একদল বুদ্ধিজীবি৷ এবার কমিশনে পাল্টা অভিযোগ জানালেন শাসক ঘনিষ্ঠ বুদ্ধিজীবীরা৷ শনিবার সেই বুদ্ধিজীবীদের প্রতিনিধিদলে ছিলেন কবি সুবোধ সরকার , গায়ক প্রতুল মুখোপাধ্যায়, অর্থনীতিবিদ অভিরূপ সরকার, কবি প্রসূন ভৌমিকেরা৷ অভিরূপবাবু জানান তাঁদের বক্তব্যের মূল কথা হল - প্রথমত কমিশন শাসক দলের প্রতি কঠোর হলেও বিরোধীদের প্রতি নরম মনোভাব দেখাচ্ছে৷ দ্বিতীয়ত, মুখ্যমন্ত্রীকে সে কথা বলার জন্য শো কজ করা হচ্ছে অথচ সেই বিষয়টি নিয়ে বিধানসবায় সিদ্ধান্ত হয়ে গিয়েছে ভোটের দিন ঘোষণার আগেই ৷ তৃতীয়ত এরকম লম্বা সময় ধরে ভোট গ্রহণের জন্য অর্থনৈতিক সমস্যা হচ্ছে৷ চতুর্থত কিছু কিছু সংবাদ মাধ্যম পুরোন ছবি এবারে ভোটে ব্যবহার করে বিভ্রান্ত করছে৷ এদিকে সুবোধ সরকারে মতে এবারে ভোটে তেমন কোনও গণ্ডগোল, হয়নি যা হয়েছে তা খেলার মাঠেও হয়৷ যদিও এরই পেক্ষিতে নাট্যবক্তিত্ব কৌশিক সেন তাঁকে কটাক্ষ করে বলেন, উনি চিরকালই অশান্তি দেখতে পান না , বাম আমলে নন্দীগ্রাম নেতাই কাণ্ড তাঁর চোখ এড়িয়ে গিয়েছিল এখন অনুব্রতর কাণ্ডও ওঁনার চোখে পড়ছে না৷
শনিবার, ১৬ এপ্রিল, ২০১৬
নির্বাচন কমিশনে পাল্টা অভিযোগ শাসক ঘনিষ্ট বুদ্ধিজীবীদের
কলকাতা: ভোটে হিংসার জন্য শাসক তৃণমূলকে দায়ী করে নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে গিয়েছিলেন একদল বুদ্ধিজীবি৷ এবার কমিশনে পাল্টা অভিযোগ জানালেন শাসক ঘনিষ্ঠ বুদ্ধিজীবীরা৷ শনিবার সেই বুদ্ধিজীবীদের প্রতিনিধিদলে ছিলেন কবি সুবোধ সরকার , গায়ক প্রতুল মুখোপাধ্যায়, অর্থনীতিবিদ অভিরূপ সরকার, কবি প্রসূন ভৌমিকেরা৷ অভিরূপবাবু জানান তাঁদের বক্তব্যের মূল কথা হল - প্রথমত কমিশন শাসক দলের প্রতি কঠোর হলেও বিরোধীদের প্রতি নরম মনোভাব দেখাচ্ছে৷ দ্বিতীয়ত, মুখ্যমন্ত্রীকে সে কথা বলার জন্য শো কজ করা হচ্ছে অথচ সেই বিষয়টি নিয়ে বিধানসবায় সিদ্ধান্ত হয়ে গিয়েছে ভোটের দিন ঘোষণার আগেই ৷ তৃতীয়ত এরকম লম্বা সময় ধরে ভোট গ্রহণের জন্য অর্থনৈতিক সমস্যা হচ্ছে৷ চতুর্থত কিছু কিছু সংবাদ মাধ্যম পুরোন ছবি এবারে ভোটে ব্যবহার করে বিভ্রান্ত করছে৷ এদিকে সুবোধ সরকারে মতে এবারে ভোটে তেমন কোনও গণ্ডগোল, হয়নি যা হয়েছে তা খেলার মাঠেও হয়৷ যদিও এরই পেক্ষিতে নাট্যবক্তিত্ব কৌশিক সেন তাঁকে কটাক্ষ করে বলেন, উনি চিরকালই অশান্তি দেখতে পান না , বাম আমলে নন্দীগ্রাম নেতাই কাণ্ড তাঁর চোখ এড়িয়ে গিয়েছিল এখন অনুব্রতর কাণ্ডও ওঁনার চোখে পড়ছে না৷
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন