বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৩

ভারতে ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প করবে ম্যান সিটি

#খেলা, #ফুটবল | ভারতে ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প করবে ম্যান সিটি |
ভারতীয় ফুটবলের উন্নতিতে এবার উদ্যোগী হল ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যাঞ্চেস্টার সিটি ৷ ডিসেম্বরের এক তারিখ থেকে আট তারিখ পর্যন্ত এদেশের শিশু ফুটবলারদের প্রশিক্ষণ দিতে ভারতে আসছেন ম্যান সিটির এক প্রতিনিধি দল৷ পজিশনিং, ড্রিবলিং, পাসিং, শুটিং এইসমস্ত বিষয়গুলির ট্রেনিং দেওয়া হবে ওই ক্যাম্পে৷ প্রতি...

রাজ্যে বিনিয়োগে আগ্রহী টাটা

#অর্থনীতি, #কলকাতা | রাজ্যে বিনিয়োগে আগ্রহী টাটা | kolkata, News Ticker, অর্থনীতি
ফের রাজ্যে বিনিয়োগে আগ্রহী টাটা। রাজারহাটে টাটাদের ক্যানসার হাসপাতালের পাশের দু’একর জমিতে গড়ে তোলা হবে ক্যানসার গবেষণা কেন্দ্র ‘মেডিক্যাল সেন্টার’। এর ফলে রাজ্যে প্রায় ২০০ কোটি টাকা বিনিয়োগ হবে। বাড়বে কর্মসংস্থানও।
এই বিষয়ে ইতিমধ্যে তোড়জোড় শুরু হয়েছে সরকারিভাবে। মেডিক্যাল সেন্টা...

সোমা চৌধুরির আচরণে অসন্তুষ্ট জাতীয় মহিলা কমিশন

#এইদেশ | সোমা চৌধুরির আচরণে অসন্তুষ্ট জাতীয় মহিলা কমিশন | News Ticker, tarun tejpal, tehelka, এই দেশ
তেহেলকার সদ্য প্রাক্তন ম্যানেজিং এডিটর সোমা চৌধুরির পদক্ষেপে অসন্তুষ্ট জাতীয় মহিলা কমিশন৷ তরুণ তেজপালের বিরুদ্ধে যৌন হেনস্থার ঘটনাকে তিনি যেভাবে পরিচালনা করেছেন সে বিষয়ে এদিন অসন্তোষ প্রকাশ করেছে জাতীয় মহিলা কমিশন৷ বৃহস্পতিবার সোমা চৌধুরিকে ঘণ্টা তিনেক জিজ্ঞাসাবাদ করেন মহিলা কমিশনের প্রতিনি...