শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৩

কুণালকে হেফাজতে চাইল কলকাতা পুলিশ, আদালত চত্বরে বিক্ষোভ বিজেপির

#কলকাতা | কুণালকে হেফাজতে চাইল কলকাতা পুলিশ, আদালত চত্বরে বিক্ষোভ বিজেপির | kolkata, kunal ghosh
সাংসদ সাংবাদিক কুণাল ঘোষকে নিজেদের হেফাজতে চাইল কলকাতা পুলিশ৷ সিবিআই তদন্ত চেয়ে আদালতের বাইরে বিক্ষোভ শুরু করল বিজেপি সমর্থকেরা৷

আগামিকাল বাসভাড়া বাড়ানোর বৈঠক

#কলকাতা | আগামিকাল বাসভাড়া বাড়ানোর বৈঠক | kolkata, News Ticker
ভাড়া বৃদ্ধির দাবিতে ফের পরিবহন মন্ত্রী মদন মিত্রের সঙ্গে বৈঠকে বসতে চলেছে বাস মালিক সংগঠনগুলি৷ শনিবার দুপুর দু’টোর সময় বৈঠকে বসার কথা রয়েছে৷ এরআগেও মালিক সংগঠনগুলি মদন মিত্রের সঙ্গে বৈঠক করেছিল৷ কিন্তু, সবুজ সংকেত না পাওয়ায় ফের এই বৈঠক হতে চলেছে৷

এসজেডিএ-তে দুর্নীতির অভিযোগে জেরা কিরণকুমারকে

#এপারবাংলা | এসজেডিএ-তে দুর্নীতির অভিযোগে জেরা কিরণকুমারকে | News Ticker, এপার বাংলা
শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের চুল্লি তৈরিতে দুর্নীতির অভিযোগে জেরা করা হল মালদহের জেলাশাসক কিরণকুমারকে৷ শুক্রবার তাকে শিলিগুড়ি থানায় জেরা করা হয়৷ ২০১১-১২ সালে এসডিজেএ-র সিইও পদে ছিলেন কিরণ কুমার৷  তার বিরুদ্ধে চুল্লি তৈরিতে ১০০ কোটি টাকা নয়ছয়ের অভিযোগ ওঠে৷ উন্নয়ন পর্ষদের করা অভিযোগে...