শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৩

বিহারে পথ দুর্ঘটনায় মৃত্ ৪, আহত ৬

#এইদেশ | বিহারে পথ দুর্ঘটনায় মৃত্ ৪, আহত ৬ | News Ticker, এই দেশ
পথ দুর্ঘটনায় বিহারে মৃত্যু হল চারজনের৷ আহত হয়েছেন আরও ছ’জন৷ তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক৷ শুক্রবার বিহারের চম্পারণে মহুয়া গ্রামের কাছে ২৮ নম্বর জাতীয় সড়কে বাস ও ভ্যানের সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজনের৷ তারা চাকওয়াড়া গ্রাম থেকে হরদিয়াবাদ গ্রামে যাচ্ছিলেন৷ একটি...

আদালতে ছুরিকাহত অভিযুক্ত

#এপারবাংলা | আদালতে ছুরিকাহত অভিযুক্ত | News Ticker, এপার বাংলা
আদালত চত্বরে অভিযুক্তকে ছুরি মারল এক ব্যক্তি৷ ঘটনাটি ঘটেছে চন্দননগরে আদালতে৷ আক্রান্ত অভিযুক্ত বাগান কোলেকে এদিন আদালতে তোলা হলে প্রশান্ত পাল তাকে ছুরি দিয়ে আঘাত করে৷ আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়৷ পুলিশ প্রশান্ত পালকে আটক করে৷ জানা গিয়েছে প্রশান্ত পালের স্ত্রী বাগান কোলের সঙ্গে পাল...

আদালতে কুণাল :

#কলকাতা | আদালতে কুণাল : | kolkata, kunal ghosh, Main Featured Slider, News Ticker, saradha scam
১) সরকারী আইনজীবীকে ‘মিথ্যেবাদী’ বললেন কুণাল ঘোষ।
২) শুনানী চলাকালীনই ফের চিৎকার করলেন সারদা-কাণ্ডের অন্যতম অভিযুক্ত এই সাংসদ।
৩)  ’স্যার আমার দু’টো কথা বলার আছে’, বিচারকের কাছে আর্জি কুণাল ঘোষের।