#এইদেশ | একাধিক ইস্যুতে সরকারের সমালোচনায় সরব সূর্যকান্ত | kolkata, News Ticker, এই দেশ
ফের একাধিক ইস্যুতে মুখ্যমন্ত্রী এবং তৃণমূল পরিচালিত সরকারকে বিঁধলেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। শনিবার ত্রিপুরায় কেন্দ্রীয় কমিটির বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যসরকারের ১০০দিনের কাজ, বেকার সমস্যা সহ মূল্যবৃদ্ধির মতো একাধিক ইস্যুতে সরকারের সমালোচনা করেন বিরোধী দলনেতা।
এদিন তিনি অভিয...
শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৩
গাছে ধাক্কা বাসের, জখম ৩০
#এপারবাংলা | গাছে ধাক্কা বাসের, জখম ৩০ | News Ticker, এপার বাংলা
নদিয়া: পথদুর্ঘটনায় জখম ৩০৷ ঘটনাটি ঘটেছে শনিবার সকালে নদিয়ার ভালুকাতে৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহি বাসটি একটি গাছে ধাক্কা মারে৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নদিয়া থানার পুলিশ৷ আহতদের শক্তিগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
নদিয়া: পথদুর্ঘটনায় জখম ৩০৷ ঘটনাটি ঘটেছে শনিবার সকালে নদিয়ার ভালুকাতে৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহি বাসটি একটি গাছে ধাক্কা মারে৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নদিয়া থানার পুলিশ৷ আহতদের শক্তিগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
সমকামীদের অধিকার রক্ষায় এখনই অর্ডিন্যান্স নয়: কেন্দ্র
#এইদেশ | সমকামীদের অধিকার রক্ষায় এখনই অর্ডিন্যান্স নয়: কেন্দ্র | Main Featured Slider, News Ticker, Secondary Featured Slider, এই দেশ
নয়াদিল্লি: দেশে সমকামীদের অধিকার রক্ষায় ‘এখনই’ কোনও অর্ডিন্যান্স আনছে না কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্ডে শনিবার একথা জানিয়েছেন। এদিন নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানের অবসরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিন্ডে বলেন, ‘কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি ও সহ:সভাপতি রাহু...
নয়াদিল্লি: দেশে সমকামীদের অধিকার রক্ষায় ‘এখনই’ কোনও অর্ডিন্যান্স আনছে না কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্ডে শনিবার একথা জানিয়েছেন। এদিন নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানের অবসরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিন্ডে বলেন, ‘কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি ও সহ:সভাপতি রাহু...
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)