শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৩

কোচবিহারে পথ দুর্ঘটনা, মৃত ২

#এপারবাংলা | কোচবিহারে পথ দুর্ঘটনা, মৃত ২ | News Ticker, এপার বাংলা
কোচবিহার:পথদুর্ঘটনায় মৃত দুই ছাত্র৷ মৃতদের নাম বিশ্বজিৎ মোর ও শিশির সরকার৷ ঘটনাটি ঘটেছে শনিবার কোচবিহারের কোতয়ালিতে৷ ওই দুই ছাত্র কোচবিহারের বানেশ্বর কলেজের ছাত্র৷ এদিন তাঁরা একটি মোটর বাইকে চেপে কলেজ থেকে ফিরচ্ছিল৷ কোতয়ালির কাছে বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বাইক উল্টে যায়৷ এরপর এ...

জেলেই মদ্যপান সঞ্জয়ের, অভিযোগ বিজেপির

#এইদেশ | জেলেই মদ্যপান সঞ্জয়ের, অভিযোগ বিজেপির | এই দেশ
মুম্বই:  জেলবন্দি অবস্থায় সঞ্জয় দত্ত মদ্যপান করছেন৷ বলিউডের এই অভিনেতাকে জেলের মধ্যেই মদের ব্যবস্থা করে দিচ্ছেন কারা রক্ষীরা৷ শনিবার এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন মহারাষ্ট্রের বিরোধী দলনেতা বিনোদ তাওড়ে৷ এদিন ওই বিজেপি নেতা বলেন, ‘তিহার জেলে বন্দি থাকা অবস্থায় কারা রক্ষীদের সাহায্যে সেলের মধ্যে...

বালুরঘাটে শুরু জেলাপুলিশের ক্রীড়া প্রতিযোগিতা

#এপারবাংলা | বালুরঘাটে শুরু জেলাপুলিশের ক্রীড়া প্রতিযোগিতা | News Ticker, এপার বাংলা
বালুরঘাট:বালুরঘাটে শুরু হল জেলাপুলিশের ক্রীড়া প্রতিযোগিতা। শনিবার বালুরঘাট পুলিশ লাইন মাঠে মশাল জ্বালিয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজ্যের সমবায় মন্ত্রী শঙ্কর চক্রবর্তী। ১১ তম এই ক্রীড়া প্রতিযোগিতার ৪২টি ইভেন্টে রয়েছে৷  দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন থানার পুলিশ আধিকারিক ও কর্মীরা ছাড়াও তাদের...