শনিবার, ১১ এপ্রিল, ২০১৫

সেন্সারের কাঁচিতে, সানি-শচীনের অন্তরঙ্গ দৃশ্য

http://www.bengali.kolkata24x7.com/wp-content/uploads/2013/12/jackpot_for-story_660_12111.jpg

শুক্রবার মুক্তি পেতে চলেছে সানি লিওন অভিনীত পরিচালক কাইজাদ গুসতাদের ছবি ‘জ্যাকপট’৷ শহরে শহরে ছবির টিম নিয়ে সানি আর ছবির নায়ক শচীন যখন প্রোমোশনে ব্যস্ত, ঠিক সেই সময়ই সেন্সারে কাঁচি পড়ল ‘জ্যাকপট’ ছবির কিছু উত্তজেক দৃশ্যে৷ খবর অনুযায়ী, প্রথমেই ‘এ’ সার্টিফিকেট দিয়ে মুক্তি পেতে চলেছিল জ্যাকপট৷ কিন্তু শেষমেশ সেন্সর বোর্ডের কর্তারা ছবিটি পুনরায় এডিট করতে বসলে, ছবি থেকে বাদ দিয়ে দেন সানি ও শচীনের অন্তরঙ্গ একটি দৃশ্য৷ সেন্সর বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, যে দৃশ্যটিকে বদ দেওয়া হয়েছে জ্যাকপট থেকে সেটি অতিমাত্রায় উত্তেজক৷ যা ‘এ’ সার্টিফিকেশনের আওতা থেকে বাইরে৷ সে কারণেই ছবি রিলিজের ঠিক দু’দিন আগে কেটে বাদ দিয়ে দেওয়া হয় সানি-শচীনের অন্তরঙ্গ দৃশ্য৷ খবর অনুযায়ী, ঘটনায় বেশ দুঃখ পেয়েছেন সানি লিওন৷ তিনি জানিয়েছেন, ‘এ’ সার্টিফিকেশন পাওয়ার পরেও সেন্সরের এরকম পদক্ষেপ অনুচিত৷



সেন্সারের কাঁচিতে, সানি-শচীনের অন্তরঙ্গ দৃশ্য

বাগানকে জবাব দিতে চান নবি

বিস্তারিত আসছে ……



বাগানকে জবাব দিতে চান নবি

শুক্রবার, ১০ এপ্রিল, ২০১৫

সোজাসাপটা সোনাক্ষি, অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় নয়!

নায়িকা যখন তখন  গুমোর তো একটু থাকবেই৷ তার ওপর নায়িকার বাবা যদি হন বলিউডের ‘খামোশ’ সিনহা থুড়ি শত্রুঘ্ন সিনহা তাহলে তো আর কথাই নেই৷ গপ্পোটা হল সোনাক্ষি সিনহা নাকি আজকাল পরিচালকদের ওপরে গিয়ে কথা বলছেন! না না এই খবর একেবারেই গুঞ্জন নয়, বরং সোনাক্ষির পরিচালকরাই নানা জায়াগায় বলে বেড়াচ্ছেন৷ তবে সোনাক্ষিও চুপ থাকার মেয়ে নন, বলিউডের এই দাবাং গার্ল সোজা সাপটা বলেছেন চিত্রনাট্যে অন্তরঙ্গ, রগরগে দৃশ্য থাকলে, সেই ছবি করব না৷ কোটি কোটি টাকা দিলেও নয়৷


সোনাক্ষির নাক উঁচু কাব্য শুরু হয় বিক্রম আদিত্য মোতওয়ানির ছবি ‘লুটেরা’ থেকেই৷ শোনা গিয়েছে, লুটেরা ছবিতে নাকি রণবীর সিংয়ের সঙ্গে একটি বেশ অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করার কথা ছিল সোনাক্ষির, কিন্তু চিত্রনাট্য হাতে পেয়ে নিজেই কাঁচি চালান দৃশ্যে৷ আর বিক্রমকে সোজাসাপটা বলে দেন দৃশ্য বাদ না দিলে ‘লুটেরা’তে অভিনয় করবেন না তিনি৷ শেষমেশ সোনাক্ষির কথা শুনেই বিক্রম কাঁটছাঁট করে ছবির দৃশ্যে৷


সম্প্রতি সোনাক্ষির এই অ্যাটিটিউড সহ্য করেন জনপ্রিয় এক লাইফস্টাইল ম্যাগাজিনের সম্পাদকও৷ খথায় ছিল, বছর শেষের বিশেষ কপিতে নাকি সম্পাদক চেয়েছিলেন বিকিনি পরিয়ে সোনাক্ষির ফোটোশু্যট সারবেন৷ বেশি কথা না বাড়িয়ে ম্যাগাজিনের জন্য কোনওরকম ফোটোশ্যুট করতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন সোনাক্ষি৷ সোনাক্ষির এই কাজে হতবাক হয়ে অনেকেই নাকি তাঁকে জিজ্ঞেস করেছেন, বলিউডে একটু খোলামেলা না হলে টিকে থাকা তো বড্ড চাপ? সোনাক্ষির একটাই উত্তর, বলিউড বাদ মে…পহেলে ফ্যামিলি ভ্যালুস !


 


 



সোজাসাপটা সোনাক্ষি, অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় নয়!