বুধবার, ২ মার্চ, ২০১৬

শরীরে তিলের অবস্থানে চেনা যায় বঙ্গললনা


শরীরের কোনও বিশেষ অংশে তিল থাকলে আপনার সৌন্দর্য বৃদ্ধি পায় অনেকটাই৷ তবে তিল যে শুধু আপনার শারীরিক সৌন্দর্য বৃদ্ধি করে তা নয়৷ তিলের অবস্থান থেকেও একজন মানুষের ভবিষ্যৎ নির্ধারণ করা যায়৷ অনেক ভাবতে পারেন এটা নিতান্তই একটি কুসংস্কার ছাড়া আর কিছু নয়৷ কিন্তু প্রাচীন সমুদ্র শাস্ত্রে তিল দেখে ভাগ্য নির্ধারণের পদ্ধতি বর্ণনা করা রয়েছে৷ দীর্ঘ গবেষণার পরেই ভারতের পণ্ডিতেরা এই তত্ত্ব আবিষ্কার করেছেন৷ 

বিবাহিত দম্পতির জন্য ৭টি টিপস

বিবাহিত জীবনে যৌনতা নিয়ে কিসের এত লজ্জ্বা? যখন বিধাতা সঙ্গমকে স্বর্গীয় বন্ধন বলে ঘোষনা দিয়েছেন। আপনার যৌন জীবনের রুটিনে পরিবর্তন আনুন, সঙ্গমকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখুন। আপনার যৌন সঙ্গির প্রতি সম্মান প্রদর্শন করুন। যৌনতা কেবল মাত্র পুরুষের কামনাই চরিতার্থ করেনা। নারীরও দৈহিক ও মানসিক ভারসাম্য রক্ষা করে। আপনার সংসারে যদি আপনার কর্তৃত্ব বজায় রাখতে চান তাহলে আপনার সঙ্গীর প্রতি শ্রদ্ধাশীল হোন। যৌন সঙ্গী আপনার কাছে কিরকম ব্যবহার আশা করে এখানে তেমন কয়েকটি সূত্র দেওয়া হলো। তবে অবশ্যই তার প্রতি আপনার ও আপনার প্রতি তাঁর বোঝাপড়া এখানে মূখ্য ভূমিকা পালন করে।

সাইনাস কমাতে ঘরোয়া উপায়

বৃষ্টিতে ভিজতে ভালোবাসেন অনেকেই৷ কিন্তু আপনার রোমান্টিকতায় বাঁধ সাধে ঠান্ডা লাগা ও সাইনাসের সমস্যা৷ তীব্র মাথা যন্ত্রনা ও নাক বন্ধ হয়ে এসে আপনার সারাটা দিন নষ্ট করে দেয় এই সাইনাস৷ এদিকে মাথা ব্যথার ওষুধ বেশি খেতে বারণ করেন চিকিৎষকরা৷ তাই বৃষ্টি হলেই আপনার বুক দুরদুর শুরু৷ চিন্তা নেই৷ আপনার সাইনাসকে কম করতে দেওয়া হল কিছু ঘরোয়া রেমিডি৷