বুধবার, ২ মার্চ, ২০১৬

রাতে ঘুম উধাও? জেনে নিন কিছু কার্যকরী টিপস্


সারাদিন আমরা ব্যস্ততার মধ্যে কাটাই৷ নাওয়া- খাওয়ারই সময় নেই, ঘুম তো অনেক দূরের কথা৷ আর এই কারণে বাড়ছে বিষণ্ণতা, নানারকমের রোগ বাসা বাঁধছে শরীরে৷ ঘুমোতে পারছেন না অনেকেই৷ এবং এখনকার দিনে এই ঘুম না হওয়াকে ডাক্তাররা একটি মারাত্বক রোগ বলে গণ্য করছেন৷ কিন্তু আপনি চইলেই নিজেই এই রোগ থেকে রেহাই পেতে পারেন৷ কিভাবে? জেনে নিন কিছু সহজ টিপস্৷

ওভারিয়ান ক্যান্সারে দায়ী অধিক শোষণ ক্ষমতাযুক্ত প্যাড

পিরিয়ডের সময় নারীদের সবচেয়ে জরুরী ব্যবহার্য জিনিসটি হচ্ছে স্যানিটারি ন্যাপকিন। এই পণ্যটি নিয়ে লজ্জা পাবার কিছু নেই, এটা খুবই সাধারণ একটি পণ্য। কিন্তু আমাদের দেশের নারীরা বিষয়টি লুকিয়ে রাখতে চান৷  অসংখ্য নারী নানান রকম ইনফেকশনে আক্রান্ত হয়ে থাকেন শুধুমাত্র এই স্যানিটারি ন্যাপকিনের সম্পর্কে কোনও ধারনা না থাকার কারণেখুব ভালো পণ্য ভেবে অনেক দাম দিয়ে এমন ন্যাপকিন ব্যবহার করেন, যা তাঁকে ফেলে দেয় স্বাস্থ্য ঝুঁকিতে। অনেক বেশী শোষণ ক্ষমতা সম্পন্ন, অনেকটা সময় লিকেজ প্রতিরোধ করে এমন প্যাড ব্যবহার করেন? জেনে রাখুন, এই ন্যাপকিন হতে পারেন আপনার ক্যান্সারের কারণ! লজ্জা নয়, সচেতনতা জরুরী। চলুন, জেনে নিই বিস্তারিত।

সুস্থ থাকতে কিসমিস, প্রতিদিন নো মিস!

প্রতিদিন কিসমিস খাওয়া স্বাস্থ্যের জন্য বেশ ভালো। আমরা সাধারনত রান্নায় কিসমিস ব্যবহার করি। এছাড়া কেউ কিসমিস খাই না। স্বাস্থ্য ভালো রাখতে প্রতিদিনই কিসমিস খাওয়া উচিৎ।
 আসুন দেখে নেওয়া যাক প্রতিদিন কিসমিস খাওয়ার কার্যকর কিছু কারন।