কলকাতাকে পাঁচ উইকেটে হারিয়ে লিগ শীর্ষে ফের গুজরাত লায়ন্স৷
রায়না আউট..! লায়ন্স তিন উইকেটে ১১৬ রান৷
১২ ওভারে ১০০ রানের গণ্ডি টপকে গেল লায়ন্স৷জয়ের জন্য দরকার আর মাত্র ৫০ বলে ৫৯৷
লায়ন্সের দ্বিতীয় উইকেটের পতন৷ ম্যাকালাম আউট৷গুজরাত ৬৭/২৷
কিন্তু ষষ্ঠ ওভারেই স্মিথকে ডাগ-আউটে ফেরান শাকিব৷লায়ন্স ৪২/১৷
২৭ রানে আউট হন স্মিথ৷ম্যাকালামের সঙ্গে ক্রিজে লায়ন্স অধিনায়ক সুরেশ রায়না৷
পাঁচ ওভার শেষে গুজরাতের রান বিনা উইকেটে ৩৬৷
লায়ন্স প্রথম ওভারে ১ রান নিলেও দ্বিতীয় ওভার থেকে ব্যাট খুলে খেলতে শুরু করেন দুই ওপেনার৷
রিপ্লে-তে পরিষ্কার দেখা যায় বল ম্যাকালামের ব্যাটে লেগেছিল৷
প্রথম ওভারে ম্যাকালামের বিরুদ্ধে জোরাল আবেদন নাকচ আম্পায়ারের৷
১৫৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নামল গুজরাত লায়ন্স৷ক্রিজে দুই ওপেনার ব্রেন্ডন ম্যাকালাম ও ডোয়েন স্মিথ৷
---------------------------------------------------------------------------------
আইপিএলে রেকর্ড পার্টনারশিপ শাকিব-পাঠানের৷পঞ্চম উইকেটে ১৩৮ রান যোগ করে নজির গড়ে শাকিব-পাঠান জুটি৷
গুজরাতের সামনে ১৫৯ রানের লক্ষ্য রাখল কলকাতা৷২৪ রানে চার থেকে চার উইকেটে ১৫৮ রান তুলল নাইট ইনিংস৷শাকিব অপরাজিত ৬৬ ও পাঠান অপরাজিত ৬৩৷
শাকিবের ছক্কায় ১৫০ রানের গণ্ডি টপকাল কেকেআর৷
পাঠান-শাকিবের সেঞ্চুরি পার্টনারশিপে ভদ্রস্থ স্কোর নাইটদের৷ দু’জনেই হাফ-সেঞ্চুরি করেন৷ ১৯ ওভার শেষে কেকেআর চার উইকেটে ১৪৫ রান৷
১৫ ওভার শেষে নাইটদের স্কোর ৯৮/৪৷ পাঠান ৪৮ ও শাকিব ২৪৷
১৪ ওভারে চার উইকেটে ৮৮ রান তুলেছে কেকেআর৷পাঠান ৪০ ও শাকিব ২৩ রানে ক্রিজে রয়েছেন৷
আগের ম্যাচে পাঠানি ইনিংসে কিংস বধ করেছে নাইটরা৷ এদিনও নাইট ইনিংসকে ভদ্রস্থ জায়গায় পৌঁছে দিতে লায়ন্সের বিরুদ্ধে লড়ছেন পাঠান৷
কেকেআর-কে ম্যাচ ফেরাল পাঠানি ইনিংস৷ ১২ ওভারে চার উইকেটে ৭৪ রান তুলেছে নাইটরা৷ ইউসুফ পাঠান সঙ্গত দিচ্ছেন শাকিব৷
নাইট ব্যাটসম্যানদের হারাকিরি অব্যাহত৷ডাগ-আউটে ফিরলেন সুর্যকুমার৷ কেকেআর ২৪ রানে ৪ উইকেট৷
আইপিএল নাইনে সবচেয়ে খারাপ শুরু নাইটদের৷লায়ন্সের বিরুদ্ধে পাঁচ ওভার শেষে কেকেআর-এর রান ২১/৩৷সূর্যকুমার যাদব ৩ ও শাকিব আল-হাসান ০৷
কেকেআর ২১ রানে তিন উইকেট৷উথাপ্পা আউট৷১৪ রানে ধবল কুলকার্নির শিকার উথাপ্পা৷
তৃতীয় বলে মণীশ পাণ্ডেও ফিরলেন ডাগ-আউটে৷কেকেআর ১৫ রানে দু’উইকেট৷পাণ্ডের ঝুলি শূন্য৷
তৃতীয় ওভারের প্রথম বলেই নাইট অধিনায়ককে ডাগ-আউটে ফেরালেন প্রবীণ কুমার৷গম্ভীরের লেগ-স্টাম্প ছিটকে দেন ৷মাত্র ৫ রান করেন গম্ভীর৷
প্রথম ওভারে কোনও উইকেটে না-হারিয়ে ৫ রান৷
ক্রিজে নাইটদের দুই ওপেনার গৌতম গম্ভীর ও রবীন উথাপ্পা৷দু’জনেই দুরন্ত ফর্মে রয়েছেন৷
স্বপ্নের গতিতে এগোছে কেকেআর৷রবিবাসরীয় সন্ধ্যায় ইডেনে টস জিতে কলকাতা নাইটরাইডার্সকে প্রথমে ব্যাট করতে পাঠায় গুজরাত লায়ন্স৷এই ম্যাচ পয়েন্ট তালিকায় শীর্ষে থাকার লড়াই৷আগের ম্যাচে ক্রিকেটের নন্দনকাননে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নেয় কেকেআর৷পঞ্জাবের ম্যাচের দলই এদিন অপরিবর্তিত রাখে গম্ভীর অ্যান্ড কোং৷ নাইটদের উজ্জীবিত করতে এদিন মাঠে হাজির কেকেআর মালিক কিং খান৷
রায়না আউট..! লায়ন্স তিন উইকেটে ১১৬ রান৷
১২ ওভারে ১০০ রানের গণ্ডি টপকে গেল লায়ন্স৷জয়ের জন্য দরকার আর মাত্র ৫০ বলে ৫৯৷
লায়ন্সের দ্বিতীয় উইকেটের পতন৷ ম্যাকালাম আউট৷গুজরাত ৬৭/২৷
কিন্তু ষষ্ঠ ওভারেই স্মিথকে ডাগ-আউটে ফেরান শাকিব৷লায়ন্স ৪২/১৷
২৭ রানে আউট হন স্মিথ৷ম্যাকালামের সঙ্গে ক্রিজে লায়ন্স অধিনায়ক সুরেশ রায়না৷
পাঁচ ওভার শেষে গুজরাতের রান বিনা উইকেটে ৩৬৷
লায়ন্স প্রথম ওভারে ১ রান নিলেও দ্বিতীয় ওভার থেকে ব্যাট খুলে খেলতে শুরু করেন দুই ওপেনার৷
রিপ্লে-তে পরিষ্কার দেখা যায় বল ম্যাকালামের ব্যাটে লেগেছিল৷
প্রথম ওভারে ম্যাকালামের বিরুদ্ধে জোরাল আবেদন নাকচ আম্পায়ারের৷
১৫৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নামল গুজরাত লায়ন্স৷ক্রিজে দুই ওপেনার ব্রেন্ডন ম্যাকালাম ও ডোয়েন স্মিথ৷
---------------------------------------------------------------------------------
আইপিএলে রেকর্ড পার্টনারশিপ শাকিব-পাঠানের৷পঞ্চম উইকেটে ১৩৮ রান যোগ করে নজির গড়ে শাকিব-পাঠান জুটি৷
গুজরাতের সামনে ১৫৯ রানের লক্ষ্য রাখল কলকাতা৷২৪ রানে চার থেকে চার উইকেটে ১৫৮ রান তুলল নাইট ইনিংস৷শাকিব অপরাজিত ৬৬ ও পাঠান অপরাজিত ৬৩৷
শাকিবের ছক্কায় ১৫০ রানের গণ্ডি টপকাল কেকেআর৷
পাঠান-শাকিবের সেঞ্চুরি পার্টনারশিপে ভদ্রস্থ স্কোর নাইটদের৷ দু’জনেই হাফ-সেঞ্চুরি করেন৷ ১৯ ওভার শেষে কেকেআর চার উইকেটে ১৪৫ রান৷
১৫ ওভার শেষে নাইটদের স্কোর ৯৮/৪৷ পাঠান ৪৮ ও শাকিব ২৪৷
১৪ ওভারে চার উইকেটে ৮৮ রান তুলেছে কেকেআর৷পাঠান ৪০ ও শাকিব ২৩ রানে ক্রিজে রয়েছেন৷
আগের ম্যাচে পাঠানি ইনিংসে কিংস বধ করেছে নাইটরা৷ এদিনও নাইট ইনিংসকে ভদ্রস্থ জায়গায় পৌঁছে দিতে লায়ন্সের বিরুদ্ধে লড়ছেন পাঠান৷
কেকেআর-কে ম্যাচ ফেরাল পাঠানি ইনিংস৷ ১২ ওভারে চার উইকেটে ৭৪ রান তুলেছে নাইটরা৷ ইউসুফ পাঠান সঙ্গত দিচ্ছেন শাকিব৷
নাইট ব্যাটসম্যানদের হারাকিরি অব্যাহত৷ডাগ-আউটে ফিরলেন সুর্যকুমার৷ কেকেআর ২৪ রানে ৪ উইকেট৷
আইপিএল নাইনে সবচেয়ে খারাপ শুরু নাইটদের৷লায়ন্সের বিরুদ্ধে পাঁচ ওভার শেষে কেকেআর-এর রান ২১/৩৷সূর্যকুমার যাদব ৩ ও শাকিব আল-হাসান ০৷
কেকেআর ২১ রানে তিন উইকেট৷উথাপ্পা আউট৷১৪ রানে ধবল কুলকার্নির শিকার উথাপ্পা৷
তৃতীয় বলে মণীশ পাণ্ডেও ফিরলেন ডাগ-আউটে৷কেকেআর ১৫ রানে দু’উইকেট৷পাণ্ডের ঝুলি শূন্য৷
তৃতীয় ওভারের প্রথম বলেই নাইট অধিনায়ককে ডাগ-আউটে ফেরালেন প্রবীণ কুমার৷গম্ভীরের লেগ-স্টাম্প ছিটকে দেন ৷মাত্র ৫ রান করেন গম্ভীর৷
প্রথম ওভারে কোনও উইকেটে না-হারিয়ে ৫ রান৷
ক্রিজে নাইটদের দুই ওপেনার গৌতম গম্ভীর ও রবীন উথাপ্পা৷দু’জনেই দুরন্ত ফর্মে রয়েছেন৷
স্বপ্নের গতিতে এগোছে কেকেআর৷রবিবাসরীয় সন্ধ্যায় ইডেনে টস জিতে কলকাতা নাইটরাইডার্সকে প্রথমে ব্যাট করতে পাঠায় গুজরাত লায়ন্স৷এই ম্যাচ পয়েন্ট তালিকায় শীর্ষে থাকার লড়াই৷আগের ম্যাচে ক্রিকেটের নন্দনকাননে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নেয় কেকেআর৷পঞ্জাবের ম্যাচের দলই এদিন অপরিবর্তিত রাখে গম্ভীর অ্যান্ড কোং৷ নাইটদের উজ্জীবিত করতে এদিন মাঠে হাজির কেকেআর মালিক কিং খান৷