শুক্রবার, ২৪ নভেম্বর, ২০১৭

মিস ওয়ার্ল্ড এবং মিস ইউনিভার্সের ফারাক কী?


প্রতি বছর আন্তর্জাতিক সৌন্দর্য্য প্রতিযোগিতা হয়ে থাকে তার মধ্যে সবেচেয়ে আলোচিত হল মিস ওয়ার্ল্ড এবং মিস ইউনিভার্স৷ এই দুই প্রতিযোগিতার ফারাকটা কোথায় তা অনেকেরই জানা নেই ৷ এবার সেটাই জেনে নেওয়া যাক৷
মিস ওয়ার্ল্ড হচ্ছে পৃথিবীর সবচেয়ে পুরনো আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতা। যুক্তরাজ্যের এরিক মোর্লে এই প্রতিযোগিতাটির গোড়াপত্তন করেন ও এখনও ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয়ে আসছে। অন্যদিকে মিস ইউনিভার্স প্রতিযোগিতাটি ক্যালিফোর্নিয়ায় প্রতিষ্ঠিত পোষাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান প্যাসিফিক মিলসের উদ্যোগে প্রথম অনুষ্ঠিত হয়।

আরও বিস্তারিত জানতে ক্লিক করুন

৭ ঘরোয়া উপায়ে বাড়ি থেকে বিদেয় করুন আরশোলা


আরশোলা ভয় পান না এমন সংখ্যা যেমন অনেক বেশি, তেমনই তার থেকেও সংখ্যায় বেশি রয়েছেন তাঁরা যাঁরা বেশ ভয় পান, অথবা ঘৃণা৷ ভয় বা ঘৃণা যাই হোক, বাড়িতে আরশোলার উপদ্রব কোনও দিক থেকেই ভালো নয়৷ কিন্তু হঠাৎ করে যদি দেখেন বাড়ির সর্বত্র বিভিন্ন সাইজের আরশোলা ঘুরে বেড়াচ্ছে, উড়ে বেড়াচ্ছে ইচ্ছে মতো, তা যথেষ্ট ভয়ের কারণই৷ কারণ এর থেকে আপনার বা আপনার পরিবারের অনেক ক্ষতিই হতে পারে৷ তাই সাবধান থাকতে তাদের বাড়ি থেকে বের করতেই হবে বা মেরে ফেলতে হবে৷ কিন্তু উপায়? বনিচের লেখাগুলি একবার চট করে চোখ বুলিয়ে নিন…

বিস্তারিত জানতে ক্লিক করুন

শহরে জুতো তৈরির কারখানায় ভয়াবহ আগুন

স্টাফ রিপোর্টার, কলকাতা: ভয়াবহ আগুনের কবলে শহরের জুতো তৈরির কারখানা। ঘটনাস্থল ইএম বাইপাস লাগোয়া চৌবাগা এলাকা।
বিস্তারিত আসছে…

আরও পড়তে ক্লিক করুন: https://www.kolkata24x7.com/vast-fire-in-shoe-factory-in-kolkata.html