রবিবার, ১ ডিসেম্বর, ২০১৩

রুনির জোড়া গোলে ড্র করল ম্যান ইউ

#খেলা, #ফুটবল | রুনির জোড়া গোলে ড্র করল ম্যান ইউ | খেলা
ইপিএলে বড়সড় ধাক্কা খেল ম্যান ইউ৷ অ্যাওয়ে ম্যাচে টটেনহ্যামের সঙ্গে ড্র করল ডেভিড মোয়েসের ছেলেরা৷ ম্যাচের ফল ২-২৷ তবে ম্যান ইউ-র এই ম্যাচ থেকে বড় প্রাপ্তি রুনির দু’গোল করা৷ তবে দু’বারই খুব বেশীক্ষণ গোল খেয়ে অপেক্ষা করতে হয়নি৷ রুনি গোল শোধ করে বুঝিয়ে দিয়েছেন তাঁর নামের মাহাত্ব এতটুকু কমেনি৷...

কোন মন্তব্য নেই: