বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৩

মালদহের ওল্ড সার্কিট হাউসের উদ্বোধনে মুকুল

#বিবিধ | মালদহের ওল্ড সার্কিট হাউসের উদ্বোধনে মুকুল | এপার বাংলা
মালদহের ঐতিহ্যকে বাঁচাতে উদ্যোগ নিল রাজ্য সরকার৷ সরকারের উদ্যোগে নতুনভাবে সাজানো হল ওল্ড মালদা সার্কিট হাউসকে৷ বৃহস্পতিবার নতুন সার্কিট হাউসের উদ্বোধনে উপস্থিত ছিলেন সর্বভারতীয় তৃণমূলের কংগ্রেসের সাধারণ সম্পাদক  মুকুল রায়, নারী ও সমাজকল্যাণ মন্ত্রী সাবিত্রী মিত্র সহ বিশিষ্ট আধিকারিকেরা৷ ১৮৩৫ সা...

তুষার বিঘ্নিত ম্যাচেও দুরন্ত বায়ার্ন

#খেলা, #ফুটবল | তুষার বিঘ্নিত ম্যাচেও দুরন্ত বায়ার্ন | sports
সময়টা বেশ ভাল যাচ্ছে পেপ গুয়ার্দিওলা৷ চ্যাম্পিয়ন্স লিগে বুধবার সিএসকেএ মস্কোকে ৩-১ গোল হারিয়ে দিল বায়ার্ন৷ জার্মানির ক্লাবটি ইউরোপের এই টুর্নামেন্টে এই নিয়ে টানা দশটা ম্যাচে জয় পেল৷ গত বছর থেকে এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে  অপরাজিত জার্মান দলটি৷ এ মরশুমে চ্যাম্পিয়ন্স লিগে পাঁচটি ম্যাচ ...

গ্রেফতার সুজন চক্রবর্তী, সুনন্দ সান্যাল, সমীর পুততুণ্ডু

#কলকাতা | গ্রেফতার সুজন চক্রবর্তী, সুনন্দ সান্যাল, সমীর পুততুণ্ডু |
সরকারি সম্পত্তি ভাঙচুর সহ অনুমতি সহ জমায়েতের অভিযোগে গ্রেফতার করা হল সুজন চক্রবর্তী, সুনন্দ সান্যাল, সমীর পুততুণ্ডু ৷ একথা জানালেন ডিসি হেড কোর্য়াটার সুব্রত বন্দ্যোপাধ্যায়৷ (বিস্তারিত আসছে)