#কলকাতা | প্রয়াতত সঙ্গীত শিল্পী পূরবী দত্ত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর | kolkata, News Ticker
(বিস্ততারিত আসছে)
রবিবার, ১ ডিসেম্বর, ২০১৩
অপসারণে অনুতপ্ত নয় জয়রামন
#এপারবাংলা | অপসারণে অনুতপ্ত নয় জয়রামন | News Ticker, এপার বাংলা
মালদহের জেলাশাসক কিরণ কুমার গোধালাকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করায় শিলিগুড়ির কমিশনার পদ থেকে অপসারিত করা হয় জয়রামনকে৷ কিন্তু অপসারণের পরও তাঁর চোখে মুখে অনুতপ্তের কোনও লেশ লক্ষ্য করা গেল না৷ রবিবার জয়রামনের বিদায়ী সংবর্ধনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, তাঁর বদলির একটা স্বাভাবিক ঘ...
মালদহের জেলাশাসক কিরণ কুমার গোধালাকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করায় শিলিগুড়ির কমিশনার পদ থেকে অপসারিত করা হয় জয়রামনকে৷ কিন্তু অপসারণের পরও তাঁর চোখে মুখে অনুতপ্তের কোনও লেশ লক্ষ্য করা গেল না৷ রবিবার জয়রামনের বিদায়ী সংবর্ধনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, তাঁর বদলির একটা স্বাভাবিক ঘ...
জলপাইগুড়িতে পথ দুর্ঘটনায় মৃত এক মহিলা
#এপারবাংলা | জলপাইগুড়িতে পথ দুর্ঘটনায় মৃত এক মহিলা | News Ticker, এপার বাংলা
জলপাইগুড়িতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার৷ রবিবার সকালে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির নিউমাল স্টেশনের কাছে ৩১ নম্বর জাতীয় সড়কে৷ এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে৷ মহিলাটি চা-শ্রমিক বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে৷ তবে মহিলার নাম এখনও জানতে পারা যায়নি৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন ...
জলপাইগুড়িতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার৷ রবিবার সকালে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির নিউমাল স্টেশনের কাছে ৩১ নম্বর জাতীয় সড়কে৷ এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে৷ মহিলাটি চা-শ্রমিক বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে৷ তবে মহিলার নাম এখনও জানতে পারা যায়নি৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন ...
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)