রবিবার, ১ ডিসেম্বর, ২০১৩

খেতাব পি ভি সিন্ধুর

#অন্যান্যখেলা, #খেলা | খেতাব পি ভি সিন্ধুর |
প্রত্যাশিতভাবেই ম্যাকু ওপেন খেতাব জিতলেন পি ভি সিন্ধু৷ রবিবার মাত্র ৩৭ মিনিটের লড়াইয়ে বিশ্বের ৩০-তম বাছাই কানাডার লি মিচেলিকে ২১-১৫, ২১-১২ সেটে হারিয়ে এই খেতাব জিতলেন ভারতীয় মহিলা ব্যাডমিন্টন তারকা৷ উল্লেখ্য গত মে মাসে মালয়েশিয়া ওপেন জিতেছেন সিন্ধু৷ এই মরশুমে এটি তাঁর দ্বিতীয় খেতাব৷ এই প্র...

ইরাকে আত্মঘাতী হিংসায় মৃত ১২

#বিদেশ | ইরাকে আত্মঘাতী হিংসায় মৃত ১২ | Main Featured Slider, বিদেশ, বোমা বিস্ফোরণ
রবিবার মধ্য ইরাকে সমাধি মিছিলে এক আত্মঘাতী বিস্ফোরণে ১২ জন প্রাণ হারিয়েছেন। আহত আরও অন্তত ২৫ জন। শনিবার বাকুবা শহরে বোমা বিস্ফোরণে প্রথম সারির এক সুন্নি নেতার ছেলের মৃত্যু হয়। এদিন তাঁর সমাধি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। কোনও গোষ্ঠী এখনও পর্যন্ত এদিনের হামলার দায় স্বীকার করেনি। তবে আল-ক...

বাংলা বলবেন রণবীর-অর্জুন-প্রিয়াঙ্কা

#বলিউড, #বিনোদন | বাংলা বলবেন রণবীর-অর্জুন-প্রিয়াঙ্কা |
এবার শুধু হিন্দি নয়, বাংলাতেও কথা বলবেন বলিউডের রণবীর সিং, অর্জুন কাপুর ও প্রিয়াঙ্কা চোপড়া৷ তবে বাংলা ছবিতে নয়, গোটা একটি হিন্দি ছবিতে বাংলা বলবেন এই তিনজন৷ ব্যাপারটা গোলমেলে তো? আসল গপ্পোটা হচ্ছে৷ আলি আব্বাস জফরের নতুন অ্যাকশন ফ্লিক ‘গুন্ডে’ হতে চলেছে বাংলায়৷ না কোনও রিমেক নয়৷ ফেব্রুয়ারি...