শনিবার, ১১ এপ্রিল, ২০১৫

মুখে না বলেও ছেলেরা যেভাবে ভালোবাসা প্রকাশ করে

অনেক মেয়েরাই তাঁদের বয়ফ্রেন্ডের মুখে ‘আই লাভ ইউ’ শব্দটা শুনতে চায়৷ কিন্তু মুখে বলেই কি ভালোবাসা বোঝানো সম্ভব? সমস্যা হচ্ছে অনেকেই ধরে নিয়ে থাকেন তিনি মুখে বলছেন না, এর অর্থ তিনি আসলেই ভালোবাসেন না। কিন্তু তিনি অন্যান্য কাজে তার ভালোবাসা প্রকাশ করে যাচ্ছেন তা অনেকের নজরেই পড়ে না। কিন্তু সত্যি বলতে, কথা নয় তার কাজই বলে দেবে তিনি সত্যিই আপনাকে ভালোবাসেন কিনা। দেখুন তো এই কাজগুলো তিনি করছেন কিনা? যদি করে থাকেন তাহলে বুঝে নেবেন তিনি মুখে না বলে তার এইসকল কাজে আপনার প্রতি প্রকাশ করছেন নিজের ভালোবাসা।


তিনি আপনাকে নিজের পরিবার ও বন্ধুবান্ধবের সামনে নিয়ে যাচ্ছেন

যখন একজন পুরুষের কাছে কোনো নারী অনেক বেশি গুরুত্বপূর্ণ হন তখন তিনি  তাকে নিজের জীবনের অন্যান্য গুরুত্বপূর্ণ মানুষের সাথে পরিচয় করিয়ে দিয়ে থাকেন।


তিনি আপনার পাশাপাশি থাকতে চান

শুধুমাত্র মুখে বলা  বা ফোনে মেসেজ করা নয়,সত্যি যদি  আপনি তাঁকে পাশে পান,তিনি আপনার সঙ্গে থাকেন,সময় কাটাতে পছন্দ করেন, তাহলে বুঝবেন তিনি আপনার প্রতি দুর্বল৷


তিনি সত্যিই আপনার কথা শোনেন

আপনার প্রতিটি কথা তিনি মনোযোগ দিয়ে শোনেন। হতে পারে তার সাথে মতামতে ভিন্নতা আসছেতিনি আপনার কথা তো শুনছেন। এই জিনিসটিও সম্পর্কের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এবং তিনি আপনাকে কতোটা গুরুত্ব দিচ্ছেন তা তার এই কাজের মাধ্যমেই প্রকাশ পেয়ে যায়।


তিনি আপনার আন্তরিকতা উপভোগ করেন

আপনার প্রতিটি ছোঁয়া তার কাছে অনেক বেশি মূল্যবান। তিনি হয়তো মুখে বলেন না, কিন্তু তিনি আপনার আন্তরিক ছোঁয়ার বিপরীতে যে মধুর হাসি দিচ্ছেন তাতেই আপনার প্রতি তার ভালোবাসা প্রকাশ পেয়ে থাকে৷


শুধুমাত্র আপনার কথা ভেবে অনেক কিছু করেন

আপনার মুখে একটু হাসি ফুটে উঠবে সেই কথা ভেবে আপনার পছন্দের অনেক কাজই তিনি করে ফেলেন। আপনার কিন্তু বুঝে নিতে হবে এটিই তার ভালোবাসার বহিঃপ্রকাশ।


তিনি শুধুমাত্র আপনার সান্নিধ্য নিয়েই চিন্তা করেন

আপনি শপিংয়ে তাকে নিয়ে যাচ্ছেন এবং ঘণ্টার পর ঘণ্টা তাকে শপিংমলে ঘোরাচ্ছেন। তিনি কিছুই বলছেন না, এতে প্রমান হয় যতোটা সময় আপনি তার পাশে আছেন তিনি অন্য কিছুর দিকে নজরই দিচ্ছেন না। আপনার সান্নিধ্যই তার কাছে মুখ্য। ভেবে দেখুন, এটি কি তার ভালোবাসা প্রকাশ নয়?


তিনি অনেক চিন্তাভাবনা করে আপনাকে উপহার দেন

চোখের সামনে যা পড়ল তা কিনে উপহার দেওয়া কিংবা আপনার কি পছন্দ তা জেনে নিয়ে উপহার দেওয়ার এবং নিজে ভেবে চিন্তে উপহার দেয়ার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তিনি হয়তো তার মিটিং বা অন্য কাজ ফেলে অথবা কাজের ফাঁকেই চিন্তা করেছেন আপনাকে নিয়ে এবং খুব ভেবে বের করেছেন কোন উপহারটি আপনার জন্য উপযুক্ত। এই বিষয়টিও কিন্তু প্রমান করে তিনি আপনাকে তার জীবনে কতোটা গুরুত্ব দেন।


তিনি কম্প্রোমাইজ করেন

যে পুরুষটি সম্পর্কের ব্যাপারে একেবারেই সিরিয়াস নন তিনি কিন্তু কম্প্রোমাইজ করে চলার কথা একেবারেই ভাবেন না৷যদি ভাবেন তাহলে জানবেন তিনি নিশ্চয়ই  আপনাকে একটু অন্য চোখে দেখেন। যদি তিনি আপনার কোনও বিষয়ে পরামর্শকে চান তাহলে ভাববেন তিনি  আপনাকে মূল্যায়ন করেন বলেই তিনি পরামর্শ চান। ভালোবাসা প্রকাশের এর চেয়ে ভালো কোনোও উপায় আর কি হতে পারে?


তিনি আপনার নিরাপত্তা নিশ্চিত করেন

যে পুরুষটি আপনাকে ভালোবাসেন আপনার কেয়ার করেন তিনি আপনার নিরাপত্তা নিশ্চিত করবেন। আপনি তার সঙ্গে থাকলে অনেক বেশি নিরাপদ অনুভব করবেন। আপনি যদি সমস্যায় পড়েন তাহলে তিনি কখনও প্রশ্ন করবেন না কিন্তু আপনি ঠিকই তাকে পাশে পাবেন। ভালোবাসা প্রকাশ কিন্তু এভাবেও হয়ে যায়।


তিনি যদি আপনার কথা মনোযোগ গিয়ে শোনেন

আচ্ছা তিনি কি আপনার প্রতিটি কথা তিনি মনোযোগ দিয়ে শোনেন? যদি শোনেন তাহলে জানবেন এটা সম্পর্কের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তার সঙ্গে তাঁর হয়তো মতামতে ভিন্নতা আসছে, কিন্তু তিনি আপনার কথা তো শুনছেন। এবং তিনি আপনাকে কতোটা গুরুত্ব দিচ্ছেন তা তার এই কাজের মাধ্যমেই প্রকাশ পেয়ে যায়।



মুখে না বলেও ছেলেরা যেভাবে ভালোবাসা প্রকাশ করে

ক্রিকেটারদের যৌন কেলেঙ্কারির সেরা পাঁচকাহন

কলকাতা: শুধু ফুটবলরারাই নন, ক্রিকেটাররাও যৌন কেলেঙ্কারির সঙ্গে জড়িয়েছেন একাধিকবার৷ কখনও প্রকাশ্যে কখনও বা গোপনে৷ কিন্তু যৌনতার হাতছানিকে উপেক্ষা করতে পারেননি তাঁরা৷ এ ব্যাপারে সবার উপরে শেন ওয়ার্ন৷ খেলার পাশাপাশি বিছানাতেও অসাধারণ ক্যারিজ্মা দেখিয়েছেন ওয়ার্ন৷ কিংবদন্তি এই অজি স্পিনারের কেরিয়ারে যৌন কেচ্ছা লেগেই থাকত৷ যদিও তা নিয়ে বিন্দুমাত্র ভাবতে নারাজ ওয়ার্ন৷ সাল ২০০০৷ বছর পনেরো আগের ঘটনা আজও টাটকা৷ সে সময় স্টিভ ওয়ার অস্ট্রেলিয়া দলের ডেপুটি ছিলেন ওয়ার্ন৷ এক ব্রিটিশ নার্সকে ফোন করে অশ্লীল কথা বলাই নয়, নোংরা এসএমএস করতেও পিছপা হননি তিনি৷ এর ঠিক তিন বছর পরেও ফের যৌন কেলেঙ্কারিতে জড়ান ওয়ার্ন৷ ২৫ বছরের একটি মডেলের সঙ্গে বিছানায় কেরামতি দেখান স্পিনের জাদুকর৷ যা দেখে সেই মডেলও শেনের ফিটনেসের ভূয়সী প্রশংসা করেন৷ শোনা যায় শেনের মাঠের সাফল্যের কারণই মহিলা সঙ্গ৷ একই রাতে একাধিক মহিলাকে সয্যসঙ্গী করা ছিল ওয়ার্নের নেশা৷


ert


ওয়ার্ন থেকে এবার কেভিন পিটারসেনে আসা যাক৷ ইংল্যান্ডের মারকুটে এই ব্যাটসম্যান ভ্যানিসা নিমোর সঙ্গে এক মাস সহবাস করে তাঁকে ভুলে যান৷ ভ্যানেসা জানিয়েছিলেন কেপি তাঁকে দিনের মধ্যে বহুবার যৌনমিলনের জন্য জোর করতেন৷ বাদ যাননি নিউজিল্যান্ডের স্পিডস্টার ড্যারেল টাফি৷ ২০০৫-এ ২৩ বছরের এক যুবতীর সঙ্গে তাঁর সেক্স ভিডিও ফাঁস হয়ে যায়৷ যদিও পরে ওই মহিলা টাফিকে চেনেনা বলেই দাবি করেন৷


ভারতের চির প্রতিদ্ধন্দ্বী পাকিস্তান৷ দলের প্রাক্তন সেরা তিন কিংবদন্তি ওয়াসিম আক্রম, সাকলিন মুস্তাক ও সইদ আফ্রিদিরও নাম জড়ায় এ ব্যাপারে৷ ২০০০-এ করাচির এক হোটেলে এক ঝাঁক তরুণীদের মাঝে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায় আফ্রিদিকে৷ তাঁর সঙ্গে ছিলেন হাসান রাজা ও আতিক উল জামান৷ যদিও পরে আফ্রিদিদের বক্তব্য ছিল যে করাচির হোটেলে মেয়েরা তাঁদের অটোগ্রাফ নিতেই এসেছিল৷ নব্বইয়ের দশকের শেষে ওয়াসিম ও সাকলিন দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিলেন৷ ওখানকার বিখ্যাত স্ট্রিপ ক্লাবে তাঁদের যাওয়ার কথা প্রকাশ্যে চলে আসে৷



ক্রিকেটারদের যৌন কেলেঙ্কারির সেরা পাঁচকাহন

লাকভির মুক্তি দুঃখজনক : ফ্রান্স

নয়াদিল্লি ও প্যারিস   : কুখ্যাত সন্ত্রাসবাদী জাকিউর রহমান লাকভির মুক্তির ঘটনাকে নিন্দনীয় বলে ব্যাখ্যা করল ফ্রান্স।। শুক্রবার ভারত-ফ্রান্স দ্বিপাক্ষিক বৈঠক চলাকালীন ফরাসী প্রেসিডেন্ট ফ্রাঙ্কোস ওল্যান্দো লাকভির মুক্তিকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন। ভারতের বিদেশ মন্ত্রকের তরফেও লাকভির মু্ক্তিতে প্রবল অসন্তোষ প্রকাশ করা হয়েছে। ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এ ব্যপারে প্রতিবাদ জানিয়ে পাকিস্তানের বিদেশসচিবের কাছে লিখিতভাবে একটি নোট পাঠানো হয়েছে বলে বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন। ওই নোটে লাকভিকে জেল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করা হয়েছে। সেইসঙ্গে সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানের দ্বিমুখী নীতি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। ভারতে নিযুক্ত পাক রাষ্ট্রদূতের কাছেও কড়া ভাষায় প্রতিক্রিয়া পাঠিয়েছে ভারত।



লাকভির মুক্তি দুঃখজনক : ফ্রান্স