শনিবার, ১১ এপ্রিল, ২০১৫

লাকভির মুক্তি দুঃখজনক : ফ্রান্স

নয়াদিল্লি ও প্যারিস   : কুখ্যাত সন্ত্রাসবাদী জাকিউর রহমান লাকভির মুক্তির ঘটনাকে নিন্দনীয় বলে ব্যাখ্যা করল ফ্রান্স।। শুক্রবার ভারত-ফ্রান্স দ্বিপাক্ষিক বৈঠক চলাকালীন ফরাসী প্রেসিডেন্ট ফ্রাঙ্কোস ওল্যান্দো লাকভির মুক্তিকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন। ভারতের বিদেশ মন্ত্রকের তরফেও লাকভির মু্ক্তিতে প্রবল অসন্তোষ প্রকাশ করা হয়েছে। ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এ ব্যপারে প্রতিবাদ জানিয়ে পাকিস্তানের বিদেশসচিবের কাছে লিখিতভাবে একটি নোট পাঠানো হয়েছে বলে বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন। ওই নোটে লাকভিকে জেল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করা হয়েছে। সেইসঙ্গে সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানের দ্বিমুখী নীতি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। ভারতে নিযুক্ত পাক রাষ্ট্রদূতের কাছেও কড়া ভাষায় প্রতিক্রিয়া পাঠিয়েছে ভারত।



লাকভির মুক্তি দুঃখজনক : ফ্রান্স

কোন মন্তব্য নেই: