শনিবার, ১১ এপ্রিল, ২০১৫

ক্রিকেটারদের যৌন কেলেঙ্কারির সেরা পাঁচকাহন

কলকাতা: শুধু ফুটবলরারাই নন, ক্রিকেটাররাও যৌন কেলেঙ্কারির সঙ্গে জড়িয়েছেন একাধিকবার৷ কখনও প্রকাশ্যে কখনও বা গোপনে৷ কিন্তু যৌনতার হাতছানিকে উপেক্ষা করতে পারেননি তাঁরা৷ এ ব্যাপারে সবার উপরে শেন ওয়ার্ন৷ খেলার পাশাপাশি বিছানাতেও অসাধারণ ক্যারিজ্মা দেখিয়েছেন ওয়ার্ন৷ কিংবদন্তি এই অজি স্পিনারের কেরিয়ারে যৌন কেচ্ছা লেগেই থাকত৷ যদিও তা নিয়ে বিন্দুমাত্র ভাবতে নারাজ ওয়ার্ন৷ সাল ২০০০৷ বছর পনেরো আগের ঘটনা আজও টাটকা৷ সে সময় স্টিভ ওয়ার অস্ট্রেলিয়া দলের ডেপুটি ছিলেন ওয়ার্ন৷ এক ব্রিটিশ নার্সকে ফোন করে অশ্লীল কথা বলাই নয়, নোংরা এসএমএস করতেও পিছপা হননি তিনি৷ এর ঠিক তিন বছর পরেও ফের যৌন কেলেঙ্কারিতে জড়ান ওয়ার্ন৷ ২৫ বছরের একটি মডেলের সঙ্গে বিছানায় কেরামতি দেখান স্পিনের জাদুকর৷ যা দেখে সেই মডেলও শেনের ফিটনেসের ভূয়সী প্রশংসা করেন৷ শোনা যায় শেনের মাঠের সাফল্যের কারণই মহিলা সঙ্গ৷ একই রাতে একাধিক মহিলাকে সয্যসঙ্গী করা ছিল ওয়ার্নের নেশা৷


ert


ওয়ার্ন থেকে এবার কেভিন পিটারসেনে আসা যাক৷ ইংল্যান্ডের মারকুটে এই ব্যাটসম্যান ভ্যানিসা নিমোর সঙ্গে এক মাস সহবাস করে তাঁকে ভুলে যান৷ ভ্যানেসা জানিয়েছিলেন কেপি তাঁকে দিনের মধ্যে বহুবার যৌনমিলনের জন্য জোর করতেন৷ বাদ যাননি নিউজিল্যান্ডের স্পিডস্টার ড্যারেল টাফি৷ ২০০৫-এ ২৩ বছরের এক যুবতীর সঙ্গে তাঁর সেক্স ভিডিও ফাঁস হয়ে যায়৷ যদিও পরে ওই মহিলা টাফিকে চেনেনা বলেই দাবি করেন৷


ভারতের চির প্রতিদ্ধন্দ্বী পাকিস্তান৷ দলের প্রাক্তন সেরা তিন কিংবদন্তি ওয়াসিম আক্রম, সাকলিন মুস্তাক ও সইদ আফ্রিদিরও নাম জড়ায় এ ব্যাপারে৷ ২০০০-এ করাচির এক হোটেলে এক ঝাঁক তরুণীদের মাঝে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায় আফ্রিদিকে৷ তাঁর সঙ্গে ছিলেন হাসান রাজা ও আতিক উল জামান৷ যদিও পরে আফ্রিদিদের বক্তব্য ছিল যে করাচির হোটেলে মেয়েরা তাঁদের অটোগ্রাফ নিতেই এসেছিল৷ নব্বইয়ের দশকের শেষে ওয়াসিম ও সাকলিন দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিলেন৷ ওখানকার বিখ্যাত স্ট্রিপ ক্লাবে তাঁদের যাওয়ার কথা প্রকাশ্যে চলে আসে৷



ক্রিকেটারদের যৌন কেলেঙ্কারির সেরা পাঁচকাহন

লাকভির মুক্তি দুঃখজনক : ফ্রান্স

নয়াদিল্লি ও প্যারিস   : কুখ্যাত সন্ত্রাসবাদী জাকিউর রহমান লাকভির মুক্তির ঘটনাকে নিন্দনীয় বলে ব্যাখ্যা করল ফ্রান্স।। শুক্রবার ভারত-ফ্রান্স দ্বিপাক্ষিক বৈঠক চলাকালীন ফরাসী প্রেসিডেন্ট ফ্রাঙ্কোস ওল্যান্দো লাকভির মুক্তিকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন। ভারতের বিদেশ মন্ত্রকের তরফেও লাকভির মু্ক্তিতে প্রবল অসন্তোষ প্রকাশ করা হয়েছে। ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এ ব্যপারে প্রতিবাদ জানিয়ে পাকিস্তানের বিদেশসচিবের কাছে লিখিতভাবে একটি নোট পাঠানো হয়েছে বলে বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন। ওই নোটে লাকভিকে জেল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করা হয়েছে। সেইসঙ্গে সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানের দ্বিমুখী নীতি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। ভারতে নিযুক্ত পাক রাষ্ট্রদূতের কাছেও কড়া ভাষায় প্রতিক্রিয়া পাঠিয়েছে ভারত।



লাকভির মুক্তি দুঃখজনক : ফ্রান্স

সেন্সারের কাঁচিতে, সানি-শচীনের অন্তরঙ্গ দৃশ্য

http://www.bengali.kolkata24x7.com/wp-content/uploads/2013/12/jackpot_for-story_660_12111.jpg

শুক্রবার মুক্তি পেতে চলেছে সানি লিওন অভিনীত পরিচালক কাইজাদ গুসতাদের ছবি ‘জ্যাকপট’৷ শহরে শহরে ছবির টিম নিয়ে সানি আর ছবির নায়ক শচীন যখন প্রোমোশনে ব্যস্ত, ঠিক সেই সময়ই সেন্সারে কাঁচি পড়ল ‘জ্যাকপট’ ছবির কিছু উত্তজেক দৃশ্যে৷ খবর অনুযায়ী, প্রথমেই ‘এ’ সার্টিফিকেট দিয়ে মুক্তি পেতে চলেছিল জ্যাকপট৷ কিন্তু শেষমেশ সেন্সর বোর্ডের কর্তারা ছবিটি পুনরায় এডিট করতে বসলে, ছবি থেকে বাদ দিয়ে দেন সানি ও শচীনের অন্তরঙ্গ একটি দৃশ্য৷ সেন্সর বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, যে দৃশ্যটিকে বদ দেওয়া হয়েছে জ্যাকপট থেকে সেটি অতিমাত্রায় উত্তেজক৷ যা ‘এ’ সার্টিফিকেশনের আওতা থেকে বাইরে৷ সে কারণেই ছবি রিলিজের ঠিক দু’দিন আগে কেটে বাদ দিয়ে দেওয়া হয় সানি-শচীনের অন্তরঙ্গ দৃশ্য৷ খবর অনুযায়ী, ঘটনায় বেশ দুঃখ পেয়েছেন সানি লিওন৷ তিনি জানিয়েছেন, ‘এ’ সার্টিফিকেশন পাওয়ার পরেও সেন্সরের এরকম পদক্ষেপ অনুচিত৷



সেন্সারের কাঁচিতে, সানি-শচীনের অন্তরঙ্গ দৃশ্য