সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৬

চোখের রঙে মানুষ চিনুন

মানুষের চোখ নাকি কথা বলে৷ অনেকেই শুধু তাকিয়েই বুঝিয়ে দিতে পারেন তাদের অনুভূতি৷ সেই ভাষা বুঝে নিতে পারেন কাছের মানুষ৷ কিন্তু অচেনা মানুষের চোখ দেখেও আপনি বুঝতে পারবেন তাকে৷ বিশেষজ্ঞদের মতে চোখের মণির রং আপনাকে সাহায্য করতে পারে মানুষটির চরিত্র ভালোলাগা বুঝতে৷ দেখে নিন কোন চোখের মণির রং কি বোঝায় আপনাকে৷

কালো মণি

যাঁদের চোখের মণি কালো তারা সাধারণত রহস্যময় হয়৷ রাতের মতো গভীর হয় তাদের চোখ৷ তাঁরা বিশ্বস্ত হয়৷ আপনি এঁদের নিশ্চিন্তে বলতে পারেন আপনার মনের কথা৷ কখনওই তা পাঁচকান করবেন না এঁরা৷ এঁরা কঠোর পরিশ্রমী হয়৷ জীবনমুখী এসব মানুষ খুবই বাস্তববাদী হন৷ দায়িত্ববোধ সম্পন্ন এই সব মানুষ চরিত্রগতভাবে খুবই সৎ হয়ে থাকেন৷

বাদামী মণি

চোখের মণির রং যাঁদের বাদামী হয় তাঁরা আকর্ষণীয় হন৷ তাদের মধ্যে আত্মবিশ্বাস ও কর্মদক্ষতা থাকে৷ এঁদের মধ্যে শিল্পীসত্ত্বা থাকে৷ এঁদের মধ্যে চারিত্রিক দৃঢ়তা থাকলেও কখনও কখনও এঁরা চারপাশের মানুষকে নিজেদের মনের কথা বোঝাতে পারেন না৷

ধুসর মণি

ধুসর রঙের মণি যাদর তারা সধারণত প্রভাবশালী, দৃঢ় এবং ভদ্র হন৷ এঁরা যাই করেণ তা নিপুনতার সঙ্গে করার চেষ্টা করেন৷ এংদের মধ্যে ঔদ্ধত্য থাকে না৷ যেকোনও সম্পর্কই এঁদের কাছে গুরুত্বপূর্ণ৷ এঁরা বিশ্লেষণাত্মক মনষ্ক হয়ে থাকেন৷ এদের মধ্যে নেতৃত্ব দেওয়ার একটি সহজাত গুণ থাকে৷

সবুজ মণি

সবুজ মণি যাঁদের হয় তাঁরা সাধারণত বুদ্ধিদীপ্ত হয়ে থাকেন৷ এরা কৌতূহলী এবং প্রাণবন্ত হন৷ এঁরা সুন্দরের পূজারী হন৷ এঁদের খারাপ দিক হল এঁর হিংসুক হন৷

নীল মণি

নীল মণির মানুষরা ভীষণরকম আকর্ষনীয় হয়ে থাকেন৷ তাঁরা স্মার্ট এবং আভিজাত হন৷ তাঁরা সাধারণত শান্ত ও ধীর স্বভআবের হয়ে থাকেন৷ এঁদের সম্পর্ক বেশ স্থিতিশীল হয়৷

হট ওয়াটার ‘সেক্স’ কি সুরক্ষিত?

সাধারনত লোকেরা সহবাস নিয়ে বিভিন্ন ধরণের এক্সপেরিমেন্ট করে থাকেন৷ কিন্তু অনভিজ্ঞ এক্সপেরিমেন্টের ফলে আপনার ক্ষতিও হতে পারে? যেমন অনেকে সহবাসের এক্সপেরিমেন্ট করার জন্য হট ওয়াটার সেক্স করে থাকেন৷ এক্ষেত্রে একটি প্রশ্ন উঠতে পারে যে এই হট ওয়াটার সেক্স করলে পুরুষের বীর্যের গুণগতমান কি কমে যায়? এতে গর্ভনিরোধক ব্যবহার করা কি জরুরী?

এই প্রশ্নের উত্তের সবার আগেই যে উত্তর আসে তা হল গর্ভনিরোধক যেকোন ধরণের সেক্স এক্সপেরিমেন্টের জন্য একান্ত জরুরী৷ যদি আপনি ইন্টারকোর্স করে থাকেন তবে সুরক্ষিত সহবাসের দিকে অবশ্যই নজর দিতে হবে৷ বিশেজ্ঞরা জানিয়েছেন, হট ওয়াটার বা হট টাব বা জলের মধ্যে যে কোন ধরণের সেক্স এক্সপেরিমেন্ট করার সময় আপনাকে অবশ্যই গর্ভনিরোধকের উপর বিশেষ নজর দিতে হবে৷ কারণ সেক্স সুরক্ষিত না হলে গর্ভধারণের পাশাপাশি সেক্স্যুয়াল ট্রান্সমিটিড রোগ হতে পারে৷  বিশেজ্ঞরা এমনও বলছেন, যে পুরুষরা বন্ধ্যাত্বের সমস্যায় ভুগছেন তাদের হট টাবে না বসাই ভাল৷ এতে বীর্যের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে৷ 

Alcohol During Pregnancy Increases Chances Of Neurological Disorder In Kids



Mothers who consume alcohol during pregnancy put their children at the risk of impairment in kidney blood flow in adulthood and heightened neurological problems caused by a stroke, warns a study.


Click here