মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৬

নৌবাহিনীতে যুক্ত হচ্ছে আরও দুটি সাবমেরিন


আরও শক্তিশালী হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। চলতি বছরে বাংলাদেশ নৌবহরে যুক্ত হচ্ছে আরও দুটি অত্যাধুনিক সাবমেরিন। ইতিমধ্যে বাংলাদেশ নৌবাহিনীতে ১৬টি যুদ্ধজাহাজ, দুটি হেলিকপ্টার ও দুটি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট রয়েছে। চলতি বছরের মধ্যে নৌবাহিনীতে আরও দুটি সাবমেরিন যুক্ত হবে। যার মাধ্যমে বিশাল সমুদ্র এলাকায় নৌবাহিনীর টহল দেওয়ার সক্ষমতা আরও বেড়ে যাবে জানিয়েছেন নৌবাহিনী। অন্যদিকে, খুলনা শিপ ইয়ার্ড ও নারায়ণগঞ্জ ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে নিজস্ব প্রযুক্তিতে নির্মিত হচ্ছে আধুনিক যুদ্ধ জাহাজ। যেগুলি নৌবাহিনীর শক্তিকে আরও বাড়িয়ে দেবে বলে আশা বাহিনী

১০ মিনিটে বাই বাই ব্ল্যাক হেডস

নাকে পাশে,থুতনির ওপরে উঁকি মারে তারা। ফাউন্ডেশন, কমপ্যাক্ট ধুত্তুরি কিছুতেই লুকোয় না । বড্ড জেদি ব্ল্যাক  হেডস। সামনেই গরমকাল  ব্ল্যাক হেডস সমস্যার শুরু। ঘামে ভেজা, তেল চিপচিপে মুখে জমতে থাকা ধুলো, সেই থেকেই হোয়াইট হেডস। যা পরে হৃষ্টপুষ্ট হয়ে ব্ল্যাক হেডস।
ছেলে মেয়ে সবারই প্রায় এই এক সমস্যা। অগত্যা নাকের ডগা চেপে চেপে লাল। তবে আর না। মাত্র ১০ মিনিট। তারপর চিরতরে বাই বাই ব্ল্যাক হেডস।
কী করতে হবে:
বেশি কিছু না। ঘরোয়া কয়েকটি টোটকা। আর আপনি পাবেন সুন্দর উজ্জ্বল ত্বক।
ডিম: ডিমের সাদা অংশ ভালো করে ফেটিয়ে নিন। ত্বকে যেসব জায়গায় ব্ল্যাক হেডস রয়েছে তার ওপর ডিমের প্রলেপ দিন। এবার প্রলেপের ওপরে টিস্যু পেপার চেপে চেপে লাগান। ১০ মিনিট পর টিস্যু পেপার মাস্কের মতো টেনে তুলে ফেলুন। তারপর ঠাণ্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
টুথপেস্ট: টুথপেস্ট পুরু করে ব্ল্যাক হেডসের  উপরে  লাগান। ১০ মিনিট পর শুকিয়ে গেলে জল নয়, হালকা হাতে খুঁটে খুঁটে তুলে ফেলুন। শেষে হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
বেকিং পাউডার: বেকিং পাউডারের সঙ্গে, সামান্য লবণ ও জল মিশিয়ে পেস্ট তৈরি করুন। এবার ব্ল্যাক হেডসের ওপর লাগান। ১০ মিনিট পর জল দিয়ে ঘষে ঘষে ধুয়ে ফেলুন।
দারুচিনি: প্রথমে দারুচিনির গুড়ো করে নিন। তার সঙ্গে  মধু ও লেবুর রস মিশিয়ে পেস্ট তৈরি করুন। ব্ল্যাক হেডসের উপর এই পেস্টটি লাগান। ১০ মিনিট পর ঠাণ্ডা জল দিয়ে ভাল করে মুখ ধুয়ে ফেলুন।

রেলে কর্মী নিয়োগ


 রেলের মেইক সার্ভিসে বেশ কয়েকটি শূন্যপদের সৃষ্টি হয়েছে। সম্প্রতি মহারাষ্ট্র রেলের তরফ থেকে এমনই এক বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা তাড়াতাড়ি করুন। ইতিমধ্যে শুরু হয়ে গিয়ে ফর্ম দেওয়া। আবেদনের শেষ তারিখ ১০-০৩-২০১৬।
ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাস। যোগ্যতা অনুসারে দেওয়া হবে মাসিক বেতন। ১৮ থেকে ৩০-এর মধ্যে যেকোনও  উৎসাহী প্রার্থী পরীক্ষায় বসতে পারবেন। তফশিল জাতির জন্য বাড়ানো হয়েছে বয়স সীমা। ছবি সহ ফর্ম জমা দিতে হবে ডাকযোগে। বিস্তারিত জানতে মহারাষ্ট্র রেলের সাইটে নজর রাখুন।