শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৬

ওয়াশিং মেশিনে কাপড় ধোওয়ার ৭টি টিপস

আজকাল অনেক বাড়িতেই ওয়াশিং মেশিন আছে। এই যন্ত্রটি যেমন সময় বাঁচায়, তেমনই বাঁচায় শ্রমও। তবে অনেকেরই অভিযোগ করেন যে ওয়াশিং মেশিনে কাপড় পরিষ্কার হয় না, গুঁড়ো সাবান বেশী খরচ হয়, কাপড় নষ্ট হয়ে যায় দ্রুত ইত্যাদি।
 চলুন, জেনে নিই এমন ৭টি টিপস যা আপনার ওয়াশিং মেশিনে কাপড় ধোওয়াকে অনেক সহজ করে দেবে৷
১. ওয়াশিং মেশিনে সাবানের খরচ কমাতে চাইলে আছে একটি ট্রিক। জলে সাবান গুলে নিন। তারপর এই সাবান গোলা জলে কাপড়গুলো ভিজিয়ে তবেই দিন মেশিনে। এতে সাবান খরচ কম তো হবেই, অন্যদিকে কাপড় ভালো পরিষ্কার হবে এবং বেশী কাপড় হলেও সব কাপড়ে সমানভাবে সাবান লাগবে।
২. ওয়াশিং মেশিনে কখনোও ধারণ ক্ষমতার বেশী কাপড় দেবেন না। বরং একটু কম দিতেই চেষ্টা করুন।
৩. জর্জেট বা হাতের কাজ করা কাপড় ওয়াশিং মেশিনে না দিয়ে হাতেই ধুয়ে ফেলুন। জর্জেট কাপড়ের সেলাই থেকে খুলে আসে বেশী চাপ পড়লে ফলে সুতো উঠে যায়।
৪. কাপড়ের ক্ষতি এড়াতে ও বিদ্যুৎ বিল বাঁচাতে ওয়াশিং মেশিনের "স্পিনিং" (কাপড়ের জল ঝরিয়ে দেওয়া) অপশন ব্যবহার করবেন না। এতে কাপড় দ্রুত নষ্ট হয়ে যায়। বন্ধ রাখলে বরং কাপড়ের সাথে সাথে বিদ্যুৎও বাঁচবে।
৫. ওয়াশিং মেশিনে কাপড় পুরোপুরি শুকিয়ে দেওয়ার অপশন থাকলেও ব্যবহার করবেন না। নিজেই চিপে বাতাসে শুকোতে দিন। কাপড় বেশিদিন ভালো থাকবে, বিদ্যুৎও বাঁচবে।
৬. ওয়াশিং মেশিনের জন্য আলাদা যে গুঁড়ো সাবান পাওয়া যায়, সেগুলো কেনার কোন প্রয়োজন নেই। অযথা আপনার টাকা নষ্ট হবে, কাজ হবে সেই একই। চটকদার বিজ্ঞাপনে না ভুলে সাধারণ গুঁড়ো সাবানই কিনুন।

৯. কিছু কিছু কাপড় বিশেষ ভাবে পরিষ্কার করার প্রয়োজন হয়। চাদর, বেডশিট ইত্যাদি হালকা গরম জল দিয়ে ভিজিয়ে রাখুন, সাথে সাবান মেখে রাখুন। ঠাণ্ডা হলে মেশিনে দিন। শার্ট-এর কলার হাতে পরিষ্কার করে তারপর মেশিনে দিন। ভালো পরিষ্কার হবে।

Won’t Vacate Siachen, Can’t Trust Pak: Parrikar

India will not vacate the Siachen glaciers as Pakistan cannot be trusted and it may occupy the strategic location once it is vacated, Defence Minister Manohar Parrikar said on Friday.
India occupies the highest point in Siachen glaciers, the Saltoro Ridge which is located at 23,000 feet, he said.
"If we vacate the position, the enemy can occupy the position and they would have the strategic advantage. Then we would have to lose many more lives. We know the experience of 1984 (Siachen conflict).
"I know we have to pay the price and I salute our armed forces personnel, but we have to maintain this position. We have to man the strategic position. The position is very important from the strategic point of view. I don't think anyone in this House can take Pakistan's words for granted," Parrikar said.
The Defence Minister said so far 915 people have lost their lives in the last 32 years in Siachen, which comes to 28 lives every year. This has now been reduced to 10 lives every year.
Parrikar said constant medical support is given to those serving in the Siachen glaciers which is six times more than the normal medical care. A total of 19 categories of clothing are provided to the soldiers in addition to various other assistance like snow scooters.
Replying to another question, the Minister said the 7th Pay Commission has recommended substantial increase in benefits to those serving in hostile terrain and the Defence Ministry will ensure that defence personnel working in hostile terrain are compensated properly.
"There will be an increase but I can't say how much," he said.

Man With World's Largest Feet Receives Welcome Gift

Finding comfortable shoes can be a challenge even for those with average-shaped feet. But it's virtually impossible for the Venezuelan man who holds the record for the world's largest feet.
So it is hard to overstate just how welcome the gift was Jeison Rodriguez received on Wednesday: four pairs of size-26 shoes.
The donation from Georg Wessels -- a German shoemaker who specializes in making irregular-sized shoes -- included boots, sneakers, clogs and sandals.
"I've been making shoes for the world's tallest people for almost 40 years and I do it for free," Wessels said in a telephone interview.
The businessman says he has donated some 500 pairs of shoes.
"I never stop to think how much these shoes cost because they're gifts," he said.
The Guinness Book of World Records recognized Rodriguez, 20, as having the world's largest feet in 2014. His right foot measures 15.8 inches (40.1 centimeters) and his left 15.6 inches.
Although Rodriguez and Wessels do not speak a common language, they have kept in touch since the German first gave him three pairs of shoes three years ago.
"Jeison was so very pleased. It was incredible," said Wessels, who was contacted at the time by relatives of Rodriguez living in Germany.
Rodriguez is also Venezuela's tallest man at 7 feet three inches (2.21 meters).

AFP