শনিবার, ৩ ডিসেম্বর, ২০১৬

শিশু পাচারে শহরতলিতে আরও নার্সিং হোমের সন্ধান পেল সিআইডি

http://www.kolkata24x7.com/wp-content/uploads/2016/12/cid.jpg
কলকাতা: দিন যত যাচ্ছে শিশু পাচার নিয়ে আরও নতুন নতুন তথ্য সামনে আসছে৷ রাজ্য পুলিশের সিআইডি সূত্র বলছে, তদন্তে নেমে তারা শহরতলির আরও আধ ডজন নার্সিং হোমের খোঁজ পেয়েছে৷ এছাড়াও শিশু পাচারের সূত্রে উঠে এসেছে আরও বেশ কয়েকজন চিকিৎসকের নাম৷ সিআইডির তদন্তকারী অফিসাররা বিভিন্ন নার্সিং হোমে খোঁজ নিয়ে জা... আরও পড়তে ক্লিক করুন http://www.kolkata24x7.com/child-trafficking-cid-search-operation-kolkata.html

সেনা মোতায়েন নিয়ে নিজের বক্তব্যে অনড় রাজ্যপাল

নয়াদিল্লি: রাজ্যে সেনা মোতায়েন নিয়ে ভারতীয় সেনার পাশে দাঁড়িয়েছিলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। সেনা জওয়ানদের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে নাম না করে শনিবার সকালে রাজ্যপাল বলেছিলেন, "সেনার মত দায়িত্বশীল বাহিনীর ব্যাপারে কোনও কথা বলার আগে প্রত্যেক ব্যক্তির সতর্ক হওয়া উচিত।" একইসঙ্গে তিনি বলেছিলেন যে সেনাবাহিনীকে হেয় করা উচিত নয়।


শনিবারেই রাজ্যে সেনা মোতায়েনের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস বিধায়কেরা রাজভবনের সামনের রাস্তায় ধর্নায় বসেছিলেন। এরপরে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে কয়েকজন তৃণমূল বিধায়ক রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান। কিন্তু রাজ্যপাল দিল্লিতে থাকায় তাঁর সঙ্গে বিধায়কদের সাক্ষাত করা সম্ভব হয়নি। এদিন বিকেলেও নিজের অবস্থানে অনড় থেকেছেন রাজ্যের সাংবিধানিক প্রধান কেশরীনাথ ত্রিপাঠী। এদিন বিকেলে দিল্লিতে সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, "আমি আমার বক্তব্য থেকে নড়ছি না। যা যেমন ভাবছে ভাবুক। এই বিষয়ে আমার কিছু এসে যায় না।"

নয়াদিল্লি: রাজ্যে সেনা মোতায়েন নিয়ে ভারতীয় সেনার পাশে দাঁড়িয়েছিলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। সেনা জওয়ানদের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে নাম না করে শনিবার সকালে রাজ্যপাল বলেছিলেন, “সেনার মত দায়িত্বশীল বাহিনীর ব্যাপারে কোনও কথা বলার আগে প্রত... http://www.kolkata24x7.com/wb-guv-keshri-nath-tripathi-on-tmc-criticism.html

Test Post from Latest Bengali News, Bangla Newspaper, Bengali Breaking News, Kolkata News Online

Test Post from Latest Bengali News, Bangla Newspaper, Bengali Breaking News, Kolkata News Online
http://www.kolkata24x7.com