আরশোলা ভয় পান না এমন সংখ্যা যেমন অনেক বেশি, তেমনই তার থেকেও সংখ্যায় বেশি রয়েছেন তাঁরা যাঁরা বেশ ভয় পান, অথবা ঘৃণা৷ ভয় বা ঘৃণা যাই হোক, বাড়িতে আরশোলার উপদ্রব কোনও দিক থেকেই ভালো নয়৷ কিন্তু হঠাৎ করে যদি দেখেন বাড়ির সর্বত্র বিভিন্ন সাইজের আরশোলা ঘুরে বেড়াচ্ছে, উড়ে বেড়াচ্ছে ইচ্ছে মতো, তা যথেষ্ট ভয়ের কারণই৷ কারণ এর থেকে আপনার বা আপনার পরিবারের অনেক ক্ষতিই হতে পারে৷ তাই সাবধান থাকতে তাদের বাড়ি থেকে বের করতেই হবে বা মেরে ফেলতে হবে৷ কিন্তু উপায়? বনিচের লেখাগুলি একবার চট করে চোখ বুলিয়ে নিন…
বিস্তারিত জানতে ক্লিক করুন