#বিদেশ | গ্লোসগোতে কপ্টার ভেঙে মৃত ৬ | News Ticker, Sidebar Right News Ticker, বিদেশ
পানশালার ছাদে কপ্টার ভেঙে মৃত্যু হল ৬ জনের। গুরুতর জখম আরও অন্তত ৩৪ জন। এরমধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্কটল্যান্ডের গ্লাসগোতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। শুক্রবার মধ্যরাতে স্কটল্যান্ড পুলিশের একটি কপ্টার শহরের একটি পানশালার ছাদে ভেঙে পড়ে। সে সময় দেড় শতাধিক মানুষ ওই পানশালার ভিতরে ছিলেন...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন