পাটনা : আরজেডি বিধায়কদের নিয়ে শুক্রবার একটি বৈঠকে বসেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। রাষ্ট্রীয় জনতা দলের আসন্ন সংযুক্তিকরণ নিয়েই তাঁদের মধ্যে কথা হয়েছে বলে জানা গিয়েছে। আরজেডিএলপি নেতা আব্দুল বারি সিদ্দিকি জানিয়েছেন, আরজেডি দলগুলির এক হয়ে যাওয়া শুধুই সময়ের আপেক্ষা। যাবতীয় প্রক্রিয়া শেষ হয়ে এসেছে। ২৪ জন বিধায়ককে নিয়ে আরজেডি ইতিমধ্যেই সংযুক্ত জনতা দলকে সমর্থনের প্রতিশ্রুতি জানিয়েছে। মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সচিবালয়ে এদিন আরজেডি বিধায়কদের সঙ্গে নানা বিষয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়।
নীতীশের সঙ্গে বৈঠক আরজেডি বিধায়কদের
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন