শনিবার, ১১ এপ্রিল, ২০১৫

ইয়েমন থেকে নাগরিক উদ্ধারের পরেও চিন্তায় বাংলাদেশ

ঢাকা: ভারতীয় নৌবাহিনীর সহায়তায় ইয়েমেন থেকে ঘরে ফিরল ২৭২ জন বাংলাদেশী৷ শুক্রবার বাংলাদেশের ভারতীয় হাই কমিশন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, মোট ২৭২ জন বাংলাদেশী নাগরিককে উদ্ধার করা হয়েছে৷ যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনের হুদাইদাহ থেকে তাদের উদ্ধার করে ভারতীয় জাহাজ আইএনএস সুমিত্রা৷ এদিন তাদের বাংলাদেশে ফিরিয়ে আনা হয়৷


অন্যদিকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল ইয়েমেনে মোট তিন হাজার নাগরিক আটকে পড়েছেন৷ তবে ওই দেশে বাংলাদেশের কোনও দূতাবাস না থাকার ফলে ভারতের কাছে সাহায্য প্রার্থনা করে শেখ হাসিনার সরকার৷ এরপর ভারতীয় জাহাজ আইএনএস সুমিত্রায় প্রচুর বাংলাদেশীকে দেশে ফিরিয়ে আন হলেও, এখনও অনেক নাগরিক ওই দেশে আটকে রয়েছেন বলে জানা গিয়েছে৷ অপরদিকে ভারতের সরকারের পক্ষ থেকে ইয়েমেনে উদ্ধার অভিযানের শেষ হওয়ার আনুষ্ঠানিক ঘোষণাও করা হয়ে গিয়েছে৷ ফলে আটকে পড়া অন্যান্য নাগরিকদের কীভাবে উদ্ধার করা হবে সেই বিষয়ে বেশ চিন্তায় রয়েছে বাংলাদেশ সরকার৷ইয়েমেনের রাজধানী সানায় এখনও প্রায় তিনশো জন বাংলাদেশী আটকে রয়েছেন বলে মনে করা হচ্ছে৷



ইয়েমন থেকে নাগরিক উদ্ধারের পরেও চিন্তায় বাংলাদেশ

কোন মন্তব্য নেই: