স্টাফ রিপোর্টার, মালদহ: মালদহের মানিকচকের মথুরাপুরে দুই লরির মাঝে পিষে গেলেন দুই বাইক আরোহী। দুর্ঘটাটি ঘটেছে শনিবার সকাল সাড়ে আটটা নাগাদ। আহতদের অবস্থা আশঙ্কাজনক। তাদের মালদহ মেডিক্যালে ভর্তি করা হয়েছে।
এদিন সকালে মোটর বাইকটি চেপে যাচ্ছিলেন দুই আরোহী। এমন সময় পিছন দিক থেকে আসা দুটি দশ চাকার দৈত্যকার লরি তাদের দুদিক থেকে চেপে দেয়। লরিগুলিতে বালি বোঝাই ছিল। পুলিশের অনুমান, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন লরি দুটি। দুই লরির মাঝে কার্যট পিষে যায় বাইক আরোহীরা। লুটিয়ে পড়ে মাটিতে। পরে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করেন।
ঘটনার প্রতিবাদে এলাকায় বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় মানুষেরা। শুরু হয় যানজট। পরে পুলিশ এসে যানজট মুক্ত করলে ফের ওই রাস্তায় গাড়ি চলাচল শুরু হয়েছে।
দুই লরির মাঝে পিষে গেলেন বাইক আরোহী
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন