কাবুল: ফিদায়েঁ হামলায় ১৬ জন আফগান নাগরিক নিহত৷ শুক্রবার আফগানিস্তানে সীমান্ত সংলগ্ন এলাকা গজনী ও নানগাহারে এই হামলা চালানো হয়৷ আফগানিস্তান সেনাবাহিনী সূত্রে খবর, নানগাহার এলাকা দিয়ে মার্কিন সেনাবাহিনীর একটি কনভয় যাচ্ছিল৷ সেই কনভয় লক্ষ্য করে ফিদায়েঁ বাহিনীর এক সদস্য হামলা চালালে চারজন পথচারীর মৃত্যু হয়৷তবে এদিনের হামলায় সেনাবাহিনীর কেউ আহত হননি বলে জানা গিয়েছে৷ অন্যদিকে গজনী এলাকায় জঙ্গিরা একটি গাড়ি লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটালে ঘটনাস্থলেই মারা যান মোট ১২ জন আফগান নাগরিক৷ তবে এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠনের পক্ষ থেকে এদিনের হামলার দায় স্বীকার করা হয় নি৷
আফগানিস্তানে জঙ্গি হামলায় নিহত ১৬
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন