১)
অনেকেই রয়েছেন হাবে-ভাবে একেবারে শাহরুখ খান, কিন্তু মেয়েদের সামনাসামনি হতে
গেলেই এক্কেবারে গুটিয়ে যান৷তাই প্রথমেই মুখোমুখি কথা বলতে না চাইলে সাহায্য নিন
অনলাইন চ্যাটিংয়ের৷ আড্ডা দিন, মন খুলে কথা বলুন, শেয়ার করুন ব্যক্তিগত কিছু
বিষয়ও৷অন্তত সামনাসামনি কথা বলার আত্মবিশ্বাসটা এতে চলে আসবে৷ দেখবেন জড়তা কেটে
যাচ্ছে৷
২) প্রথম যেদিন মুখোমুখি দেখা মানে ডেটিংয়ে
যাবেন, সেদিন একদম অন্যজনকে ইমপ্রেস করার কথা ভাববেন না৷ মনে করুন আর পাঁচটা অন্য
বন্ধুর মতোই একজন নতুন বন্ধুকে জানতে যাচ্ছেন আপনি৷
৩)
নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করুন৷ অযথা সাজগোজ বা অতিরিক্ত হাত-পা
ঠান্ডা হওয়া- এই দুই বিপরীতধর্মী অবস্থাই আপনার পক্ষে ক্ষতিকারক৷তাই যথাসম্ভব
নিজের স্বাভাবিকত্ব ধরে রাখুন৷
৪)আগে
থাকতে একটু ঝালিয়ে নিন৷ আয়নার সামনে দাঁড়িয়ে কোন কথা, কীভাবে বলবেন তার একটা
রিহার্সাল দিয়ে নিন৷
৫)
প্রথম দিনেই গোলাপ ফুল নিয়ে আই লাউ ইউ বললে আপনার সম্পর্ক কেঁচে যাবে৷ তাই
ফার্স্ট ডেটিংয়ে চেষ্টা করুন, মেয়েটির মনোভাব বুঝে সেই মতো এগোতে৷
৬)
খুব বেশি নার্ভাস লাগলে কোনও কমন বন্ধুর সাহায্য বা টিপস নিন৷ অবশ্য যদি তার আগে
থেকে এরকম অভিজ্ঞতা থাকে৷
৭)
রিহার্সাল করেছেন বলেই নিজের কথা নিজেই বলে যাবেন, এমনটা করলে উল্টোদিকে বসা
মেয়েটিও কিন্তু বিরক্ত হবে৷ তাকেও বলার সুযোগ দিন৷
৮)
একদম ফর্মাল হাই হ্যালো, হাউ আর ইউ দিয়ে শুরু করে লুকিং কিউট-এর মতো
প্রশংসাসূচক মন্তব্য করুন৷ আপনার ইমেজটা ভালো হবে৷
৯)
সাহস করে একদিন প্রপোজটা না হয় করেই ফেলুন৷ কী হবে? হয় সে না বলবে, অথবা উঠে
চলে যাবে৷ পাবলিক প্লেসে আপনাকে ধরে তো আর মারবে না৷ তখন নিজেকে এই বলে সান্ত্বনা
দিতে হবে যে, বেটার লাক নেক্সট টাইম!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন