মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৬

বিশ্বে প্রথম, সৌরশক্তিতে চলবে পাকিস্তানের পার্লামেন্ট


Staff Reporter ইসলামাবাদ , Tuesday, 23 February 2016
চিরাচরিত শক্তি উৎস যখন ক্রমশ নিঃশেষ হতে বসেছে, তখন বিশ্বের দরবারে এক নজির তৈরি করল পাকিস্তান৷ আজ, মঙ্গলবার থেকে এ দেশের পার্লামেন্ট চলছে সৌরশক্তিতে৷ যা বিশ্বে প্রথম৷ পাকিস্তানের এই পদক্ষেপে দোসর চিন৷ এ জন্য খরচ পড়েছে সাড়ে পাঁচ কোটি আমেরিকান ডলার৷
মঙ্গলবার খুব সাধারণ একটি অনুষ্ঠানের মাধ্যমেই রাজধানী ইসলামাবাদে পার্লামেন্টের সৌর শক্তিতে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা চালু হয়৷ প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেন, ২০১৪ সালে প্রথম এই সিদ্ধান্ত নেওয়া হয়৷ প্রস্তাব এসেছিল চিনের তরফেই৷ চিনের সাহায্যেই এই প্রকল্পট বাস্তবায়িত হয়৷ ভবিষ্যতে অন্যান্য কার্যালয়েও সৌরপ্যানেল বসিয়ে বিদ্যুৎ সরবরাহের কথা ভাবা হবে৷
এদিন ইসলামাবাদে পার্লামেন্টে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিনের প্রতিনিধিরা৷
ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার আয়াজ সাদিক বলেন, পার্লামেন্টে বসানো সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন হবে ৮০MW ৷ পার্লামেন্টে প্রয়োজন ৬২MW ৷ উদ্বৃত্ত বিদ্যুৎ ন্যাশনাল গ্রিডে দিয়ে দেওয়া হবে৷
তবে বিশ্বের দরবারে নজির রাখলেও, কূটনৈতিক দিক দিয়ে পাকিস্তান-চিনের সুসম্পর্কে খানিকটা হলেও উদ্বিগ্ন ভারত-সহ বিশ্বের অনেক দেশই৷

Last Update: Tuesday, 23 February 2016, 16.55 IST      

কোন মন্তব্য নেই: