শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৬

রেলের কম্বল ধোয়া হয় দু'মাসে একবার



ট্রেনে যে কম্বল দেওয়া হয় সেটা যে খুব একটা পরিষ্কার নয়, তা বোঝাই যায়। তাই বলে এতটা নোংরা? হ্যাঁ, এতটাই নোংরা কারণ দু'মাসে মাত্র একবার ধোয়া হয় এই কম্বল। রাজ্যসভায় প্রশ্নের উত্তর দিতে গিয়ে শুক্রবার রেলের রাষ্ট্রমন্ত্রী মনোজ সিনহা বলেন, বেডসিট, বেড রোল কিংবা বালিশের কভার ধোয়া হয় প্রত্যেকদিন কিন্তু, কম্বল ধোয়া হয় মাসে দু'বার।
শুক্রবার রেলের পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন তোলা হয় রাজ্যসভায়। তার ভিত্তিতেই এই উত্তর দেন তিনি। রাজ্যসভার চেয়ারম্যান হামিদ আনসারি বলেন, আগে যাত্রীরা যে নিজেরা বালিশ, কম্বল নিয়ে আসতেন সেই ব্যবস্থাই ভাল ছিল। তাঁকে সমর্থন করেন কংগ্রেস সাংসদরা। এই প্রসঙ্গে মনোজ সিনহা উত্তর দেন, যদি যাত্রীরা পুরনো নিয়মে ফিরে যেতে চান তাহলে রেল মন্ত্রকের কোনও সমস্যা নেই। তিনি আরও জানান, রেলের ৪১টি মেকানাইজড লন্ড্রি রয়েছে। আরও ২৫টি করার চেষ্টা চলছে আগামী দু'বছরের মধ্যে।

কোন মন্তব্য নেই: