ইপিএফে কর নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল বাজেটের পর। অবশেষে পিছু হটল কেন্দ্র।
নয়াদিল্লি:
চাপের মুখে অবশেষে পিছু হটল কেন্দ্র। বাজেটে ঘোষিত ইপিএফে কর চাপানোর
প্রস্তাব প্রত্যাহার করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। মঙ্গলবার
লোকসভায় এই কর প্রত্যাহারের কথা ঘোষণা করলেন তিনি।
গত বাজেটে ১ এপ্রিল থেকে ইপিএফ-এ কর
চাপানোর প্রস্তাব ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। যা নিয়ে দেশজুড়ে
সমোলাচনার ঝড় ওঠে। বাধ্য হয়ে এই বিষয়ে হস্তক্ষেপ করেন স্বয়ং
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর এদিন কর প্রস্তাব প্রত্যাহারের ঘোষণা
করলেন জেটলি। প্রধানমন্ত্রীর নির্দেশেই তিনি এই কর প্রত্যাহার করলেন বলে
সূত্রের খবর। তবে পাঁচ রাজ্যের বিধানসভা ভোট এবং বিরোধীদের সমালোচনার কথা
মাথায় রেখেই ইপিএফে কর প্রস্তাব প্রত্যাহার করা হল বলে রাজনৈতিক
পর্যবেক্ষকদের অনুমান। যদিও তাঁর চাপেই সরকার এই কর প্রস্তাব প্রত্যাখান
করল বলে দাবি কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীর।
জানা গিয়েছে, ইপিএফের সমস্ত টাকা তোলা হলে
মোট টাকার একটি বড় অংশ কেন্দ্রীয় সরকারকে কর বাবদ দিতে হবে বলে এবারের
বাজেটে ঘোষণা করেছিলেন অরুণ জেটলি। এর সমর্থনে তাঁর যুক্তি, পেনশন যোজনা
প্রতি কর্মীদের আকৃষ্ট করার জন্য ওই করের প্রস্তাব দেওয়া হয়েছিল। যদিও এই
প্রস্তাব কেউ মেনে নিতে পারেনি। ইপিএফে কর প্রস্তাব ‘মধ্যবিত্ত-বিরোধী’ বলে
তোপ দাগেন বিরোধীরা। এই বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপেরও দাবি জানান
তাঁরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন