নয়াদিল্লি: ভারতীয়
সেনাবাহিনীতে আরও একধাপ এগোল ‘মহিলা ব্রিগেড’। এবার বায়ুসেনা বিমানের
চালকের আসনেও থাকবে মহিলারা। মঙ্গলবার, আন্তর্জাতিক নারী দিবসে এমনই ঘোষণা
করলেন বায়ুসেনার প্রধান অরূপ রাহা।
এদিন নয়াদিল্লিতে সেনা চিকিৎসকদের একটি
সেমিনারে অরূপ রাহা জানান, আগামী ১৮ জুন মহিলা যোদ্ধা পাইলটের প্রথম বাহিনী
দেখবে দেশবাসী। কিন্তু এত দেরি কেন? আজ থেকেই তো দেখা যেতে পারত! এর জবাবে
বায়ুসেনা প্রধান বলেন, “মহিলা যোদ্ধা পাইলটের তিনজন বর্তমানে প্রশিক্ষণ
পর্যায়ে রয়েছেন। এঁদের দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ চলছে।’’ এই প্রশিক্ষণ
শেষ হলেই এঁরা পুরুষ যোদ্ধা পাইলটের সমতুল্য হবে। তাই ১৮ জুন থেকেই
বায়ুসেনায় ‘মহিলা ব্রিগেড’ আসছে বলে জানান অরূপ রাহা। বর্তমানে দ্বিতীয়
পর্যায়ে যে তিন মহিলা প্রশিক্ষণ নিচ্ছেন তাঁরাই বায়ুসেনার ‘মহিলা
ব্রিগেড’এর প্রধান হবেন বলে বায়ুসেনা সূত্রের খবর।
জানা গিয়েছে, গত বছর অক্টোবরে বায়ুসেনা
বিভাগে মহিলাদের নিয়ে আসার প্রস্তাবে সম্মতি দেয় নরেন্দ্র মোদীর সরকার।
এজন্য মোদী সরকার এবং প্রতিরক্ষা মন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন বায়ুসেনা
প্রধান অরূপ রাহা। তাঁর কথায়, “মহিলাদের বায়ুসেনা বাহিনীতে নিয়ে আসার
প্রস্তাবে সম্মতি দেওয়ার জন্য প্রতিরক্ষা মন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। চলতি
বছরের ১৮ জুন ভারতীয় বায়ুসেনা পাবে মহিলা যোদ্ধা পাইলট।’’ আগামী দিনে এই
মহিলা যোদ্ধা পাইলটদের অত্যাধুনিক জেট প্রশিক্ষণ দেওয়া হবে এবং তারপর
নিয়মিত বাহিনীতে নিয়ে আসা হবে বলেও জানান অরূপ রাহা। এএমসি প্রথম
সেনাবাহিনীতে মহিলাদের সুযোগ দেয় বলেও জানান তিনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন