নয়া মোবাইল সার্ভিস প্রোভাইডার নিয়ে আসছে গুগল। চালু হচ্ছে সংস্থার নতুন নেটওয়ার্ক প্রজেক্ট ফাই(Project Fi). আপাতত নেক্সাসের স্মার্টফোনে পাওয়া যাবে এই নেটওয়ার্ক। প্রথমে আমেরিকায় চালু করা হবে এই নেটওয়ার্ক। পরে অন্যান্য দেশেও চালু হবে এটি। গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে এই নেটওয়ার্ক যথাসম্ভব ইউজার-ফ্রেন্ডলি করা হয়েছে বলে জানিয়েছে এই সংস্থা।
১০ মাস ধরে চলে গুগলের এই প্রজেক্ট। এরপর টেস্ট করার পরই সাধারণের জন্য চালু করা হচ্ছে এটি। আপাতত এই নেটওয়ার্ক পাওয়া যাবে কেবলমাত্র নেক্সাস ৬পি, নেক্সাস ৬ এক্স, নেক্সাস ৬ স্মার্টফোনে। এই প্রজেক্টের ম্যানেজার সিমন আরসকট জানিয়েছেন, যেখানে ইচ্ছা ব্যবহার করা যাবে এই নেটওয়ার্ক। অন্যান্য দেশেও ব্যবহার করা সম্ভব। এই নেটওয়ার্কের সঙ্গে 4G লিংক করা যায়। ওয়াই-ফাই কানেক্ট করাও সম্ভব।
এই নেটওয়ার্ক ব্যবহার করার জন্য আপাতত খরচ পড়ছে মাসে ২০ ডলার। তাতে করা যাবে দেশের মধ্যে আনলিমিটেড ফোন। করা যাবে দেশের মধ্যে ও দেশের বাইরে মেসেজও। ১২০ টি দেশে কাজ করবে এই নেটওয়ার্ক।
১০ মাস ধরে চলে গুগলের এই প্রজেক্ট। এরপর টেস্ট করার পরই সাধারণের জন্য চালু করা হচ্ছে এটি। আপাতত এই নেটওয়ার্ক পাওয়া যাবে কেবলমাত্র নেক্সাস ৬পি, নেক্সাস ৬ এক্স, নেক্সাস ৬ স্মার্টফোনে। এই প্রজেক্টের ম্যানেজার সিমন আরসকট জানিয়েছেন, যেখানে ইচ্ছা ব্যবহার করা যাবে এই নেটওয়ার্ক। অন্যান্য দেশেও ব্যবহার করা সম্ভব। এই নেটওয়ার্কের সঙ্গে 4G লিংক করা যায়। ওয়াই-ফাই কানেক্ট করাও সম্ভব।
এই নেটওয়ার্ক ব্যবহার করার জন্য আপাতত খরচ পড়ছে মাসে ২০ ডলার। তাতে করা যাবে দেশের মধ্যে আনলিমিটেড ফোন। করা যাবে দেশের মধ্যে ও দেশের বাইরে মেসেজও। ১২০ টি দেশে কাজ করবে এই নেটওয়ার্ক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন