মঙ্গলবার, ৮ মার্চ, ২০১৬

আমেরিকার সঙ্গে গিয়ে চিনের উপর নজরদারি চালাতে রাজি নয় ভারত


চিনকে চাপে রাখতে দক্ষিণ চিন সাগরে যৌথ নজরদারির চালানোর জন্য ভারতকে প্রস্তাব দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। আপাতত সেই প্রস্তাব প্রত্যাখ্যান করল ভারত। 
গত মার্চ মাসে মার্কিন নৌসেনার প্যাসিফিক কম্যান্ডের প্রধান অ্যাডমিরাল হ্যারি হ্যারিস ভারতকে আমন্ত্রণ জানিয়ে দক্ষিণ চিন সাগরে বেজিংয়ের অবৈধভাবে আধিপত্য রুখতে সেখানে চার-দেশীয় যৌথ নজরদারি চালানোর প্রস্তাব দেন। তিনি বলেছিলেন, ‘খুব শীঘ্রই মার্কিন ও ভারতীয় নৌসেনাকে একযোগে ইন্দো-এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সমুদ্রে যৌথভাবে নজরদারি চালাতে দেখা যাবে।’ কিন্তু দীর্ঘ আলোচনা শেষে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, আপাতত ভারত এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি। যদি নেয়, তাহলে জানিয়ে দেওয়া হবে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই মুহূর্তে আমেরিকার সঙ্গে যৌথ নজরদারিতে গিয়ে চিনকে চাপে রাখতে চায় না ভারত। দীর্ঘদিন ধরে দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে সীমান্ত সমস্যা রয়ে গিয়েছে। এখন সেই সমস্যা সমাধানের উৎস খুঁজতে তৎপর দুই দেশ। এমন অবস্থায় আমেরিকার সঙ্গে যেতে রাজি নয় ভারত।

কোন মন্তব্য নেই: