মঙ্গলবার, ৮ মার্চ, ২০১৬

প্রত্যাশার চাপ নিতে তৈরি টিম ‘মাহি’



কলকাতা: কোয়ালিফাইয়িং ম্যাচ দিয়ে মঙ্গলবারই শুরু হয়ে গিয়েছে টি-২০ বিশ্বকাপ৷টুর্নামেন্টে অন্যতম ফেভারিট হয়েই শুরু করবে টিম ইন্ডিয়া৷
সদ্য এশিয়া কাপ জয়ের পর ভারতীয় দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও স্বয়ং মেনে নিচ্ছেন সেকথা৷ তবে তিনি জানিয়ে দিলেন যে তাঁর দল প্রত্যাশার চাপ নিতে পুরোপুরি প্রস্তুত৷মঙ্গলবার শহরে সাংবাদিক বৈঠকে ‘ক্যাপ্টেন কুল’ জানান,‘অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও সদ্য সমাপ্ত এশিয়া কাপে জিতে আমরা চাঙ্গা৷দল বেশ ভালো জায়গায় রয়েছে৷ টিম কম্বিনেশনও তৈরি হয়ে গিয়েছে৷বোলিং-ব্যাটিং-ফিল্ডিং, তিন বিভাগেই আমাদের পারফরম্যান্স খুব ভালো হচ্ছে৷’ বিশ্বকাপ জেতার প্রসঙ্গে মাহি বলেন,‘শেষ কয়েকটি আইসিসি টুর্নামেন্টে হোম টিমই জিতেছে৷২০১১-এ ভারত ও গতবার অস্ট্রেলিয়া বিশ্বকাপ জিতেছে৷ দু’বছর আগেও বাংলাদেশে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপ জিতেছে উপমহাদেশেরই দল৷ তাই আমরাও ঘরের মাঠে ভালো খেলার ব্যাপারে আশাবাদী৷ তবে এখনই ফাইনাল নিয়ে ভাবতে চাইছি না৷’
কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ধোনির ভারত৷ তাতে খেলতে পারেন দলে একমাত্র বাংলার প্রতিনিধি মহম্মদ শামিও৷ কিন্তু টি-২০ বিশ্বকাপে শামি কী দলে জায়গা পাবেন? এই প্রশ্নের উত্তরে ধোনি জানান,‘শামি কালই দলের সঙ্গে যোগ দিয়েছে৷ এখনও ওকে নিয়ে কোনও সিদ্ধান্ত নিইনি৷ও সবে ট্রেনিং শুরু করেছে৷দেখা যাক কী হয়৷’ নিজের ব্যাটিং অর্ডার ও ফিনিশার প্রসঙ্গে ধোনি বলছেন,‘আমি সমালোচকদের জবাব দেওয়ার জন্য এখানে বসে নেই৷ শুধু দলের হয়ে ভালো পারফর্ম করতে চাই৷ টিম ভালো করলেই আমার পক্ষে সেটা যথেষ্ট৷’   

কোন মন্তব্য নেই: