মঙ্গলবার, ৮ মার্চ, ২০১৬

বাড়ি থেকে কাজের সুযোগ পাবেন মহিলা কর্মীরা

মহিলারা যাতে বাড়ি থেকেই কাজ করতে পারেন, সেই সুবিধা দিতে তৎপর হল আইসিআইসিআই ব্যাংক। তার জন্য নিয়ে আসা হয়েছে অত্যাধুনিক ফেস রেকগনিশন টেকনোলজি। এর মাধ্যমে বাড়ির ল্যাপটপে বসে কাজ করলেও নিরাপত্তার কোনও খামতি হবে না। এক বছর মহিলাদের এইভাবে বাড়িতে বসে কাজ করার সুযোগ করে দিচ্ছে আইসিআইসিআই। এই প্রথম কোনও ব্যাংক এই অভিনব সুযোগ দিচ্ছে মহিলাদের জন্য।

আন্তর্জাতিক নারী দিবসের আগেই এই উদ্যোগের কথা ঘোষণা করেছে ব্যাংক কর্তৃপক্ষ। আইসিআইসিআই-এর এমডি ও সিইও চন্দা কোচার বলেন, একটি অন্তবর্তী সমীক্ষায় দেখা গিয়েছে, বেশির ভাগ মহিলারা চাকরি ছেড়ে দেন সন্তানের জন্য। সেই কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই ব্যাংকের কাছে ১২৫টি আবেদন এসে পৌঁছেছে। ৫০ জনকে দেওয়া হয়েছে এই সুযোগ। শীঘ্রই প্রায় ৫০০ মহিলাকে এই বিশেষ সুযোগ করে দেবে আইসিআইসিআই। এমনকী, এক মহিলাকর্মী রেজিগনেশন দিয়ে আবার ফিরিয়ে নিয়েছে বলেও জানিয়েছেন কোচার।

এই ব্যাংকের মোট ৭৩,০০০ কর্মীর মধ্যে ৩০ শতাংশ মহিলা।

কোন মন্তব্য নেই: