মঙ্গলবার, ৮ মার্চ, ২০১৬

মুসলিম মহিলাদের একাধিক স্বামী নয় কেন, প্রশ্ন হাইকোর্টে

যদি মুসলিম পুরুষদের চরবার বিয়ে করার অধিকার থাকতে পারে, তাহলে মুসলিম মহিলাদের কেন চারজন স্বামী থাকতে পারেন না? একটি মামলার শুনানিতে এমন প্রশ্ন তুলে আনলেন কেরল হাইকোর্টের বিচারপতি বি কমল পাশা।

তিনি আদালতে আরও বলেন, কোরানে বলা হয়েছিল মহিলা ও পুরুষ উভয়েই বিচ্ছেদ চাইতে পারে। কিন্তু কেন একজন মুসলিম মহিলার পক্ষে বিচ্ছেদ চাওয়াটা কষ্টের। ডেকান ক্রনিকলে প্রকাশিত খবর অনুযায়ী, সুপ্রিম কোর্ট প্রোগ্রেসিভ উইমেন অ্যাসোসিয়েশনের তরফ থেকে একটি রিট পিটিশন গ্রহণ করে। সেখানে শরিয়া আইন অনুযায়ী মুসলিম মহিলাদের প্রতি বৈষম্যের বিরোধিতা করা হয়েছে। বলা হয়েছে, শরিয়া আইন ইসলাম বিরোধী ও অসাংবিধানিক। গত বছর এই আইন খতিয়ে দেখার জন্য সুপ্রিম কোর্টে বেঞ্চ গঠন করা হয়।

এই আইনে পরিবর্তন আনতে লড়াই করছে একটি সংস্থা।

কোন মন্তব্য নেই: