মঙ্গলবার, ৮ মার্চ, ২০১৬

কুর্দি নিয়ন্ত্রিত দুটি এলাকায় অত্যাধুনিক বিমানঘাঁটি গড়ছে আমেরিকা



সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি নিয়ন্ত্রিত দুটি এলাকায় বিমানঘাঁটি তৈরি করছে আমেরিকা। ইতিমধ্যে একটি ঘাঁটির কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে। নতুন আরও একটি ঘাঁটির নির্মাণ কাজ শুরু হবে। স্থানীয় সংবাদপত্রে প্রকাশিত খবর মোতাবেক, দ্বিতীয় বিমান ঘাঁটিটি সামরিক ও বেসামরিক দুই কাজেই ব্যবহার করা হবে। তবে, মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র জানিয়েছেন, সিরিয়ায় নির্মিত কোনও বিমান ঘাঁটিরই নিয়ন্ত্রণ নেবে না মার্কিন সরকার।
কিন্তু কুর্দি নিউজ ওয়েবসাইট বলেছে, হাসাকার আরমিলান শহরের কাছে প্রথম বিমানঘাঁটির কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে। আর দ্বিতীয় বিমানঘাঁটিটি নির্মাণ করা হবে কুবানি শহরের দক্ষিণ-পূর্বে, তুর্কি সীমান্তের একেবারেই কাছে। ওয়েবসাইটটি জানিয়েছে, বহুসংখ্যক মার্কিন বিশেষজ্ঞ ও ইঞ্জিনিয়ার নির্মাণ কাজের সঙ্গে জড়িত রয়েছেন। সিরিয়ার কুর্দি সূত্র জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনীর হেলিকপ্টার রসদ সরবরাহের জন্য সম্প্রতি আরমিলান বিমানঘাঁটি ব্যবহার করেছে।

কোন মন্তব্য নেই: