‘অ্যাংগ্রি ইয়ংম্যান’ ইমেজেই বরাবর পাওয়া যায় ভারতীয় দলের টেস্ট অধিনায়ক বিরাট কোহলিকে৷কিন্তু আন্তর্জাতিক নারী দিবসে অনেকটাই বিনয়ী দেশের এক নম্বর ব্যাটসম্যান৷
মঙ্গলবার টুইটারে প্রকাশ্যে ছবি দিয়ে ক্ষমা চেয়ে নিলেন তিনি৷স্বীকার করে নিলেন যে, অতীতে মহিলাদের সঙ্গে কখনও বোকার মতো আচরণ করেছেন বা কখনও অহেতুক চেঁচামেচি করে তাঁদের উপর রাগ দেখিয়েছেন৷সব ভুলে গিয়ে নতুন করে শুরু করার বার্তাই দিয়েছেন তিনি৷এখানে কী কোথাও সদ্য ‘এক্স’ হয়ে যাওয়া অনুষ্কার কাছেও সুকৌশলে ক্ষমা চাইলেন বিরাট?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন