অনলাইনে একটি প্রতিযোগিতায অংশ নিযেছিল ১৬ বছরের
কিশোর৷ এমন অভাবনীয় পুরস্কার মিলবে বোধহয় ভাবতেও পারেনি৷ কিন্তু তাইই
সত্যি হল৷ রাশিয়ার ওই স্কুলছাত্র এক প্রখ্যাত পর্নস্টারের সঙ্গে হোটেলে
একমাস একসঙ্গে থাকার সুযোগ পেল৷
নেহাতই কমপিউটর গেমের জন্য অস্ত্র কিনতে বিভিন্ন
সাইটে ঘোরাঘুরি করছিল রুশলান স্কেড্রিন৷ ঘুতে ঘুরতে সে পৌঁছে যায় এক
সাইটে৷ সেখানে তাকে দেখানো হয়, যে সেই সাইটে সে এক লক্ষতম ভিজিটর৷ আর তাই
তার জন্য বরাদ্দ আছে বিশেষ পুরস্কার৷ আরও খোঁজ নিয়ে চমকে যায় সে৷ যে
কোনও পুরস্কার নয়, একাতেরিনা মাকারোভার সঙ্গে এক হোটেলে থাকার সুযোগ
পাবে সে৷ তাও এক আধদিন নয়, টানা একমাস৷ মস্কোর এক হোটেলে তার জন্য এই
ব্যবস্থা করে রাখা হয়েছে বলেও জানানো হয় ওই সাইটের তরফে৷ আসলে সাইটের
লক্ষতম ভিজিটরের জন্য এরকম চমকপ্রদ পুরস্কার বরাদ্দ করে রেখেছিল কর্তৃপক্ষ৷
কে জানত, সেই বিশেষ ভিজিটরটি হবে একটি স্কুলছাত্র ! কিন্তু নিয়মমতো যদি
ছাত্রটি নিতে চায়, তবে এই পুরস্কার বা পরিষেবা তাকে দিতে বাধ্য সাইট
কর্তৃপক্ষ৷ কেননা বয়সের কোনও বাধানিষেধের কথা তারা আগাম ঘোষণা করেনি৷
পুরস্কার পেয়ে কী প্রতিক্রিয়া ওই স্কুলছাত্রের?
বয়সে কম হলেও পর্ন দুনিয়ার সব খোঁজখবরই রাখে সে৷ মাকারোভাকে সে চেনেও,
এবং মাকারোভার ফিগারের প্রশংসাও শোনা গেল তার মুখে৷ মাকারোভার সঙ্গে
মাসখানের হোটেলে থাকতে সে যে খুব উৎসাহী তা নিয়ে কোনও সংশয় নেই৷ তার
কথায়, উত্তেজনায় সে টগবগ করে উঠছে৷ কিন্তু একটাই বাধা৷ তার মা ও বোন
ভংকর রেগে গিয়েছে৷ এই ধরনের পুরস্কার নিয়ে রীতিমতো ক্ষুব্ধ ও ক্রুদ্ধ
তার মা৷ এক স্কুলছাত্রকে এরকম পুরস্কার দেওয়ার ঘোরতর বিরোধিতা ইতিমধ্যেই
করেছেন তিনি৷ মা, বোনের তীব্র আপত্তি সত্ত্বেও মাসখানেক মাকারোভার সঙ্গে
কাটানো কিছুতেই হাতছাড়া করতে নারাজ ১৬ বছরের স্কুলছাত্রটি৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন