
ট্যাটু করানোর নেশা অনেকেরই থাকে৷ কিন্তু তা যে এমন সদর্থক উপায়ে ব্যবহার করা যেত কে জানত! নানা কোম্পানির লোগো ট্যাটুর মাধ্যমে শরীরে এঁকে নিজের শরীরকেই প্রায় বিলবোর্ড বানিয়ে ফেলেছেন জেসন জর্স৷ নাম তুলেছেন লিমকা বুক অফ রেকর্ডসেও৷
মুম্বইয়ের শহরতলীতেই বাস করেন তিনি৷ একটা দুটো তো নয়ই, একশো দুশোও নয়, শরীরে প্রায় ৪০০টি ট্যাটু আঁকিয়েছেন বছর ২৪-এর এই যুবক৷ তারমধ্যে আছে ৩২১টি ব্র্যান্ড লোগো৷ ট্যাটুপ প্যাশন তাঁর বরাবরের৷ এমনকি ট্যাটু করানোর জন্য নিজের মোবইল ফোন বিক্রি করতেও দ্বিধা করেননি তিনি৷ তবে প্যাশনকে এক অন্য মাত্রা দিয়েছেন তিনি৷ শরীরের বেশিরভাগ ট্যাটুই কোনও না কোনও বিখ্যাত কোম্পানির লোগো৷ স্বাভাবিক ভাবেই এই ‘হিউম্যান বিলবোর্ড’ দেখে মুগ্ধ সংস্থার কর্তারা৷ এই ট্যাটুর জোরে বিপদের হাত থেকেও বেঁচেছেন তিনি৷ মুম্বই ট্রাফিক পুলিশের হাতে একবার আটক হন তিনি৷ কিন্তু শরীরে পুলিশের লোগো ট্যাটু করা আছে দেখে পুলিশে অভিযোগ ঘুরে যায় আলোচনায়৷ রেহাই পান তিনি৷ প্যাশনে ভর করে এখন রীতিমতো ট্যাটু আর্টিস্ট হয়ে উঠেছেন তিনি৷ ট্যাটু করানোর জন্য নিজের একটি স্টুডিও খুলেছেন তিনি৷
পরিবারের অনেকেই জর্জের এই পাগলামিকে প্রথমে পাত্তা দিতে চাননি৷ কিন্তু এখন বরং তাঁর এই প্যাশনে খুশি তারা৷ চাইছেন লিমকার পর গিনেস বুক অফ রেকর্ডসেও যেন জায়গা পান জর্জ৷
আরও অফবিট খবর পড়তে ক্লিক করুন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন