- নজির গড়ল তৃতীয় দফার নির্বাচন৷বৃহস্পতিবারের ভোটে মুর্শিদাবাদের ডোমকলের পর ভগীরথপুরে ভোটের বলি আরও এক৷ মৃতের নাম শেখ আনারুল। এখনও পর্যন্ত চতুর্থ দিনের ভোটে দুই জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷একই সঙ্গে প্রথম ও দ্বিতীয় দফার নির্বাচনে রেকর্ড ভেঙে ভোট উৎসব চলাকালীন কমিশনে জমা পড়ল ২৭৭৭টি অভিযোগ৷বিক্ষিপ্ত অশান্তির আবহে ভোট পড়ল ৭৯.২২ শতাংশ৷
- তৃণমূল প্রার্থী রেজ্জাক মোল্লার বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়ার পর এবার মুর্শিদাবাদ জেলা তৃণমূল সভাপতি মান্নান হোসেন বিরুদ্ধে এফআইআর দায়ের কমিশনের৷ মান্নান হোসেনের বিরুদ্ধে নির্বাচন বিধিভঙ্গের অভিযোগে দায়ের হয়েছে বলে কমিশন সূত্রে খবর৷
- ভোট মিটতেই ভোট পরবর্তী হিংসা উত্তপ্ত মুর্শিদাবাদ জেলার বড়ঞা। বড়ঞা বিধানসভা অন্তর্গত ২৮,২৯,৩০ বুথে মহিষগ্রামে কংগ্রেস তৃণমূল মধ্যে সংঘর্ষ। আহত পাঁচ কংগ্রেস কর্মী। সকাল থেকে এই বুথে উত্তেজনা ছিল৷ আহত অবস্থায় তিন জনকে চিকিৎসকরা জন্য কান্দি মহকুমা হাসপাতালে ভরতি করানো হয়েছে । দুই জনকে বড়ঞা ব্লক গ্রামীণ হাসপাতাল ভরতি৷
- সন্ধ্যা ছ’টা পর্যন্ত নদিয়া জেলার ১৭টি কেন্দ্রে ৭৭ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন জেলাশাসক বীজয় ভারতী৷বর্ধমানের ১৬টি কেন্দ্রে ৮৩.৩০ শতাংশ ভোট পড়েছে বলে খবর পাওয়া গিয়েছে৷ বিকেল পাঁচটা পর্যন্ত ৬২টি কেন্দ্রে ৭৯.৫১ শতাংশ ভোট পড়েছে পড়েছে বলে কমিশন সূত্রে খবর৷
- জোড়াসাঁকো কেন্দ্রে কেন্দ্রীয় মন্ত্রীকে হেনস্থার বিষয়ে বিস্তারিত জানতে বাবুল সুপ্রিয়কে ফোন করলেন রাজনাথ সিং৷ গোটা বিষয়টির উপর বিজেপি নজর রাখছে বলে জানান রাজনাথ৷ খবর বিজেপি সূত্রে৷
- রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সুনীল গুপ্তাকে ফোন করে এবার ডোমকলকাণ্ডে বিস্তারিত রিপোর্ট চাইলেন মুখ্য নির্বাচন কমিশনার নাসিম জাইদি, সংবাদসংস্থা সূত্রে খবর৷অন্যদিকে, আমডাঙায় জনসভা মঞ্চে দাঁড়িয়ে ফের ডোমকলকাণ্ডে মুখ খুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ দাবি করলেন, ‘‘ডোককলের ঘটনায় যুক্ত নয় তৃণমূল।’’
- বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায় প্রসঙ্গে বিতর্কিত মন্তব্যের জেরে তৃণমূল প্রার্থী রেজ্জাক মোল্লার বিরুদ্ধে এফআইআর দায়ের নির্দেশ কমিশনের৷ বুধবার রেজ্জাককে শোকজ করে কমিশন৷
![]() |
ভোট উৎসবে শুনশান শহর৷ ছবি- শশী ঘোষ৷ |
- মানিকতলায় সিপিএম প্রার্থী রাজীব মজুমদারের গাড়ি ভাঙচুরের অভিযোগ৷ অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে। গাড়ি ভাঙচুরের পাশাপাশি, সিপিএম প্রার্থীকে খুনের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। পরে পুলিশ ঘটনাস্থলে থেকে সিপিএম প্রার্থী রাজীব মজুমদারকে সরিয়ে নিয়ে আসে৷
![]() |
তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে কেন্দ্রীয় মন্ত্রী বাবুস সুপ্রিয়৷ |
- তৃণমূল কর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কির অভিযোগ প্রসঙ্গে বাবুল সুপ্রিয়র মন্তব্য, ‘‘তৃণমূল গুণ্ডা লাগিয়ে ভোট করছে৷ ওদের ক্ষমতা থাকলে সামনে আসুক৷পেছন থেকে আক্রমণ করছে তৃণমূল৷পুলিশের সামনেই সব ঘটল কিন্তু পুলিশ ছিল নীরব৷’’
- বিজেপির হয়ে ভোট করানোর অভিযোগে খণ্ডঘোষে ১০৪ নম্বর বুথের প্রিসাইডিং অফিসারকে অপসারণ৷
- বাবুল সুপ্রিয়র সঙ্গে তৃণমূল কর্মীদের ধাক্কাধাক্কির অভিযোগ৷মাকে নিয়ে ভোট দেওয়ার পর তৃণমূল কর্মীদের সঙ্গে বচসায় হয় বাবুলের৷ শুরু হয় ধাক্কাধাক্কি৷কেন্দ্রীয় মন্ত্রীর ওপর হামলার ঘটনায় এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ৷ জোড়াসাঁকো আর্যকন্য এলাকার ঘটনা৷নিজেই ছুটে গিয়ে অভিযুক্ত তৃণমূল কর্মীকে আটক করে পুলিশের হাতে তুলে দেন তিনি৷
- উত্তপ্ত বেলাঘাটা কেন্দ্র থেকে ভোটে অশান্তি-সন্ত্রাস-ভোটারদের প্রভাবিত করার অভিযোগ সহ এখন পর্যন্ত ৪৭ জনকে গ্রেফতার করল পুলিশ৷
কড়া পাহাড়... ছবি- শশী ঘোষ৷ |
- বেলা তিনটে পর্যন্ত ৬২টি কেন্দ্রে ৭৬.৮০ শতাংশ ভোট পড়েছে বলে কমিশন সূত্রে খবর৷ মুর্শিদাবাদ ৭০.৩২, নদিয়ায় ৬৯.৭২, কলকাতা ৪৯.৪৩ ও বর্ধমানে ৭০.৫৫ শতাংশ ভোট পড়েছে।
- ডোমকলে সিপিএম কর্মীর মৃত্যুর ঘটনায় এবার মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বললেন, ‘‘এই ঘটনার পেছনে তৃণমূলের কোনও হাত নেই৷ পুলিশও সেই একই রিপোর্ট জমা দিয়েছে৷ ভোটের দিনে তৃণমূলের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে৷’’ অন্যদিকে, ডোমকলে সিপিএম কর্মী খুনের অভিযোগ নিয়ে রাজ্য পুলিশের ডিজির কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠাল কমিশন।
- রানাঘাট ব্রজবালা স্কুল ও ভারতী-সংঘ স্কুলে রাজনৈতিক সংঘর্ষ৷ উত্তেজনা তৈরি হয়েছে এলাকায়৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আধাসেনা৷নদিয়ার গয়েশপুরে বুথে দখলের অভিযোগ৷ নেই সিপিএমের এজেন্ট৷
- বেলা তিনটে পর্যন্ত ৬২টি কেন্দ্রে ৭৬.৮০ শতাংশ ভোট পড়েছে বলে কমিশন সূত্রে খবর৷
- নদিয়ার কল্যণীর গয়েশপুরে ভোটদের হুমকির অভিযোগ৷
- মুর্শিদাবাদের ডোমকলে সিপিএম কর্মীর মৃত্যুর ঘটনায় কমিশনকে রিপোর্ট এসপির৷ ডোমকলের মৃত ব্যক্তি কোনও দলের এজেন্ট নয় বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে বলে জানা গিয়েছে৷ বুথে ৫০০ মিটার দূরের ঘটনা বলে বলে ঘটনার দ্বায় এড়িয়ে গিয়েছেন মুর্শিদাবাদের পুলিশ সুপার৷এসপির রিপোর্টকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে বিতর্কের সৃষ্টি হয়েছে৷

ধৃত তৃণমূল নেতা আনোয়ার খান৷
- অবশেষে গ্রেফতার তৃণমূল নেতা আনোয়ার থান৷ আজ বিকেল সাড়ে তিনটে নাগাদ দমদমের সেভেন ট্যাঙ্ক এলাকার এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ৷ধৃতের বিরুদ্ধে এফআইআর দায়েরও করে পুলিশ৷ পুলিশের নজরবন্দি অবস্থা থেকেই বেপাত্তা হয়ে যান দাপুটে নেতা আনোয়ার খান৷কাশীপুরের তৃণমূল নেতার বিতর্কিত মন্তব্যের পর আনোয়ার খানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তড়িঘড়ি কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ দেয় নির্বাচন কমিশন। আনোয়ার খানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পুলিশ কমিশনারকে নির্দেশও দেন মুখ্য নির্বাচনী আধিকারিক সুনীল গুপ্তা৷ কমিশনের নির্দেশ জারি হতেই গাঢাকা দেন তৃণমূলের প্রভাবশালী এই নেতা৷ আনোয়ারের খোঁজে তল্লাশি শুরু করে কেন্দ্রীয় বাহিনী। পরে দমদম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ৷
![]() |
ধৃত তৃণমূল নেতা আনোয়ার খান৷ |
- ফের আক্রান্ত সংবাদবামধ্যম৷ ৫৭/৪ মানিকতলা মেইন রোডের কাছে খবর সংগ্রহ করতে গিয়ে শাসকদলের হাতে আক্রান্ত সংবাদমাধ্যম৷ সংবাদ মাধ্যমের সংবাদকর্মীদের হেনস্তারও অভিযোগ উঠেছে৷ মহিলা সাংবাদিকদের উদ্দেশ্যে গালিগালাজেরও অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে৷
- তৃতীয় দফার ভোটের সন্ত্রাস প্রসঙ্গে ফের মুখ খুললেন প্রদেশ সভাপতি অধীর চৌধুরী৷ কেন্দ্রীয় বাহিনী মোতায় প্রসঙ্গেও প্রশাসনের বিরুদ্ধে তোপ দাগেন অধীর৷ ভোটে সন্ত্রাস প্রসঙ্গে অধীরের মন্তব্য, ‘‘বাইরে থেকে গুণ্ডা আনিয়ে তৃণমূল ভোট করছে৷ তৃণমূলের হয়ে কাজ করছে প্রাশাসন৷ সন্ত্রাস করেই তৃণমূল জয়ের চেষ্টা করছে৷’’
- মনিরতলায় তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুরের ঘটনায় মানিকতলা থানার ওসির বিরুদ্ধে নিলিশ সাধন পান্ডের। রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ জানান তিনি। মানিকতলা থানার ওসিকে অপসারণেরও অভিযোগ উঠেছে৷
প্রতীক্ষা... ভোট দেওয়ার লম্বা লাইনের ছবি তুলে ধরলেন শশী ঘোষ৷ |
- বেলেঘাটার ১/৩ নম্বর বুথে ভোট লুঠের চেষ্টা৷ ভোট লুঠের অভিযোগে পুলিশ তিন তৃণমূল কর্মীকে গ্রেফতার করছে৷ একইসঙ্গে বেলেঘাটার কেন্দ্রের কিশোর বিদ্যাপীঠ এলাকায় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে ভোটদের প্রভাবিত করার অভিযোগ তুলেছে সিপিএম৷
- কলকাতার সাত কেন্দ্রে ভোট পড়েছে ৪৪.১৪, মুর্শিদাবাদের ২২টি কেন্দ্রে ৫৮.০৬, নদিয়ায় ১৭টিতে ৬০.০৭ ও বর্ধমানের ১৬টি কেন্দ্রে ৫৮.৭৬ শতাংশ পড়েছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। মোট ভোটের হার ৫৭.২১ শতাংশ।
- ফের উত্তপ্ত শ্যামপুকুর৷ ফরওয়ার্ড ব্লক প্রার্থী পিয়ালী পালকে হেনস্তা করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে৷ ফব. প্রার্থীর স্বামীকে বেধড়ক মারধরের অভিযোগ৷ শ্যামপুকুর কেন্দ্রের ৪১ ও ৪৬ নম্বর বুথে তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ তুলে ঘটনাস্থলে যান ফরওয়ার্ড ব্লক প্রার্থী পিয়ালী পাল৷ সেখানেই তাঁকে ও তার স্বামীকে হেনস্তা ও মারধর করা হয় বলে অভিযোগ।
- বেলা একটা পর্যন্ত নদিয়ায় ভোট পড়েছে ৬০ শতাংশ৷ বর্ধমানের ১৬টি আসনে এখনও পর্যন্ত ৫০ শতাংশ ভোট পড়েছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে৷
- বিধাননগর পুরভোটে ভোট করিয়ে সংবাদ শিরনামে এসেছিলেন হরতাল ঘোষ৷ আজও বেলাঘাটা ‘ভোট’ করাতে ‘অতি-সক্রিয়’ সেই হরতাল৷ আজও বেলেঘাটা চত্বরে দাপিয়ে বেরালে এলাকার ত্রাস৷
- নদিয়ায় আক্রান্ত দুই শিক্ষক৷চকদহে আক্রান্ত শিক্ষকের পরিবার৷ভোট দিতে যাওয়ার সয়ম হামলার শিকার হন কল্যাণীর বিবেকানন্দ কলোনির বাসিন্দা৷ একইসঙ্গে নদিয়ার রানাঘাটের মিশন গেট এলাকায় বোমাবাজির অভিযোগ পাওয়া গিয়েছে৷
- বর্ধমান দক্ষিণ ১৫ নম্বর বুথে আক্রান্ত তৃণমূল এজেন্ট৷ সিপিএমের ‘গুণ্ডা’ বাহিনী তৃণমূল কর্মীর ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ৷ ওই তৃণমূল কর্মীর বাঁ হাত ও ডান পা ভেঙে দেওয়া হবে অভিযোগ৷তৃণমূল কর্মীর ওপর আক্রমণের অভিযোগ অস্বীকার করেছে সিপিএম৷ সিপিএমের দাবি, নকল প্লাস্টার করে ওই তৃণমূল কর্মী ‘অভিনয়’ করছে৷কোনও তৃণমূল কর্মীর ওপর সিপিএম আক্রমণ করেনি বলে অভিযোগ৷
- ফের আক্রান্ত সিপিএম কর্মী৷ এবার অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে৷ জানা গিয়েছে, চাকদহের ৬৮ নম্বর বুথে ভোট দিতে যাচ্ছিলেন সমীর দেবনাথ নামের এক সিপিএম সমর্থক। তাঁকে ইট ছোঁড়া হয় বলে অভিযোগ। মাথায় গুরুতর আঘাত নিয়ে ওই সিপিএম কর্মীকে চাকদহ হাসপাতালে ভরতি করা হয়েছে৷
- শহর কলকাতার উত্তপ্ত বেলাঘাটা কেন্দ্র থেকে ভোটে অশান্তি,সন্ত্রাস-ভোটারদের প্রভাবিত করার অভিযোগ সহ এখন পর্যন্ত ৪৫ জনকে গ্রেফতার করল পুলিশ৷
- কমিশনের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করে বিপাকে তৃণমূল নেতা আনোয়ার খান। কাশীপুরের তৃণমূল নেতার এই মন্তব্যের পর আনোয়ার খানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তড়িঘড়ি কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ দিল নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিক সুনীল গুপ্তা জানিয়েছেন, আনোয়ার খানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পুলিশ কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের নির্দেশ জারি হতেই বেপাত্তা তৃণমূলের প্রভাবশালী এই নেতা৷ আনোয়ারের খোঁজে তল্লাশি শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী।
- তৃতীয় দফার ভোটে অব্যাহত সন্ত্রাস৷ ভোটের দিনে শাসকদলের সন্ত্রাস প্রসঙ্গে আবারও মুখ খুললেন সূর্যকান্ত মিশ্র৷ টুইটারে বর্ধমানের ডোমকলে সিপিএম এজেন্টকে খুনের ঘটনার প্রতিবাদে সূর্যের মন্তব্য, ‘‘শহিদ তাহিদুল ইসলামের রক্ত ব্যর্থ হবে না। শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা বুথ-রক্ষা করবই। জনগণ তৃণমূলকে উৎখাত করবেই।’’
- বর্ধমান দক্ষিণ কেন্দ্রে তৃণমূল কর্মীদের ওপর লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনীর৷ মঙ্গলকোটের কুলসোনায় উত্তেজনা। বাড়ি বাড়ি তল্লাশি কেন্দ্রীয় বাহিনীর। আধা সেনার লাঠিচার্জে জখম এক তৃণমূল কর্মী৷
ভোট উৎসব আজ... ছবি শশী ঘোষ৷ |
- বেলা ১১টা পর্যন্ত ভোটের হার- মুর্শিদাবাদ ৪২.৯৯, নদিয়া ৪০.৭৮, কলকাতা উত্তর ৩২.৭১, বর্ধমান ৩৭.৩৩ শতাংশ ভোট পড়েছে৷
- ভোট দিলেন প্রদেশ সভাপতি অধীর চৌধুরী।
- বর্ধমানের মঙ্গলকোটের একাধিক জায়গায় সন্ত্রাসের অভিযোগ।
- এন্টালিতে সিপিএম এজেন্টকে মারধরের অভিযোগ।
- কাশীপুরের একাধিক বুথে ছাপ্পার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ভোটার কার্ড না দেখেই বুথে অবাধ যাতায়াত বহিরাগতদের।
- গয়েশপুরের একাধিক বুকে প্রকাশ্যে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ। অভিযোগের তির স্থানীয় তৃণমূল আশ্রিত দুস্কৃতিদের দিকে। সব কিছু দেখেও কেন্দ্রীয় বাহিনীর নিস্ক্রিয় বলে অভিযোগ।
- কল্যাণীর সগুনাতে বুথের সামনে ব্যাগ ভরতি বোমা। আতঙ্ক।
- ৯ টা পর্যন্ত ভোট হয়েছে মাত্র ২০ শতাংশ।
- ভোটারদের আইডি কেড়ে নেওয়ার অভিযোগ শাসকের নেতাদের বিরুদ্ধে।
- তিনঘন্টায় অভিযোগের সংখ্যা ৭৮৫। ক্রমশ বাড়ছে অভিযোগ।
- কেতুগ্রামে সিপিএম কর্মীর কান কেটে নেওয়ার অভিযোগ। ভেঙ্গে দেওয়া হল পা।
- চাকদায় ভোটারকে বেধড়ক 'মারধর' তৃণমূলের
- ডোমকোলের আনিসুর রহমানকে নিগৃহীত হওয়ার অভিযোগ। অভিযুক্ত তৃণমূল।
- কেতুগ্রামে বুথের বাইরে ব্যাপক বোমাবাজি, চলছে গুলির লড়াই। আতংকে বুথ ছেড়ে পালালেন ভোটাররা। ঘটনাস্থলে নেই কেন্দ্রীয় বাহিনী।
- এন্টালি, ১২৩ নম্বর বুথে সিপিএম-কংগ্রেস জোটপ্রার্থী দেবেশ দাসকে হুমকির অভিযোগ। অভিযুক্ত তৃণমূল। এজেন্টকে মারধরের প্রতিবাদ করতে গেলে বুথের মধ্যেই তাঁকে হুমকির অভিযোগ।
- প্রথম দুঘন্টায় ২০০ টারও বেশি অভিযোগ জমা পড়ল কমিশনে।
- ভোট দিলেন চৌরঙ্গি কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সোমেন মিত্র।
- বেলেঘাটায় বহিরাগত! বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। যাদের কাছে নেই ওই এলাকার ভোটার কার্ড। রয়েছে বিভিন্ন এলাকার কার্ড।
- বেলেঘাটার একাধিক বুথ দখলের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
- ভোটের বলি এক। ডোমকলের শিরোপাড়ায় ব্যাপক বোমাবাজি এবং গুলি। গুলিতে সিপিএম এজেন্টের মৃত্যু। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী, কেন্দ্রীয় বাহিনী।
- কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রে পুলিশের নজরবন্দি দাপুটে তৃণমূল নেতা স্বপন চক্রবর্তী। এই কেন্দ্রের সিপিএম প্রার্থী কনীনিকা ঘোষ জামিনে মুক্ত এই তৃণমূল নেতার বিরুদ্ধে ভোটারদের হুমকি ও প্রভাবিত করার অভিযোগ জানান।
- এনায়েতপুরে কেন্দ্রীয় বাহিনির পোশাকে হোম গার্ড। কীভাবে ওই পোশাকে এল তাদের কাছে, প্রশ্ন। কংগ্রেস প্রার্থী মহম্মদ সোহরাব এই বিষয়ে কমিশনে অভিযোগ জানাচ্ছেন।
- বেলেঘাটার চারটে বুথে সিপিএম এজেন্টদেরকে মারধরের অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা।
- বেলেঘাটা এলাকার একাধিক জায়গায় সন্ত্রাসের অভিযোগ। ভোটাদের ভয় দেখানোর অভিযোগ। সুশান্ত সাহা, স্থানীয় তৃণমূল নেতার অঙ্গুলিহেলনে চলছে ভোট-লুঠ, অভিযোগ স্থানীয়দের।
- হরিহরপাড়ায় কংগ্রেসের ভোট এজেন্টকে অপহরণের অভিযোগ। মুর্শিদাবাদজুড়ে সন্ত্রাসের অভিযোগ।
- কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রের রাজা মণীন্দ্র রোডে ২৫১ ও ২৫২ নম্বর বুথে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। অভিযুক্ত ব্যক্তি নিজেকে নির্দল প্রার্থীর এজেন্ট বলে দাবি করেন। তাঁকে ধাক্কা দিয়ে বের দেয় পুলিশ।
- নদিয়ার গয়েশপুরে একটি বুথে সিপিএম এজেন্টকে বুথে ঢুকতে বাধা। প্রচন্ড মারধরের অভিযোগ। ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিস্ক্রিয়তার অভিযোগ।
- কমিশনের নির্দেশ উপেক্ষা করেই কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রের ২০ নম্বর বুথের মধ্যে কলকাতা পুলিশ।
- ডোমকল- মুর্শিদাবাদের ১৭৭, ১৭৮ নম্বর বুথের সামনে ব্যাপক বোমাবাজির অভিযোগ।
- হরিহরপাড়া কেন্দ্রের হোসেনপুর গ্রামে কংগ্রেসকর্মীদের তৃণমূলে যোগদানের জন্য চাপ দেওয়া ও মারধর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পরে স্থানীয় ইটভাটা থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয় বাসু মালপাহাড়িয়া নামে এক কংগ্রেসকর্মীকে।অভিযোগ অস্বীকার করেছেন হরিহরপাড়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী নিয়ামত শেখ
- কলকাতা পুলিশের ভূমিকা যথেষ্ট প্রশংসনীয়। কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ।
- কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রের দমদম রোডে সিআইটি গার্লস স্কুলের ১৫৮ থেকে ১৬৩টি, পাঁচটি বুথের সিপিএম পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ। অভিযোগের তির স্থানীয় তৃণমূল কাউন্সিলর গৌতম হালদারের বিরুদ্ধে।
- অশান্তি এড়াতে জোড়াসাঁকো কেন্দ্রের রবীন্দ্র সরণিতে কলকাতা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ
- বেলেঘাটা কেন্দ্রের কলেজ অফ সেরামিক টেকনোলজির ১৯৯, ২০০, ২০১ এবং ২০২ নম্বর-এই চারটি বুথে কেন্দ্রীয় বাহিনীর সামনেই সিপিএম পোলিং এজেন্টদের ঢুকতে বাধা দেওয়া ও মারধর করার অভিযোগ। অভিযোগের তির তৃণমূলের দিকে।
- কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রের রাজা মণীন্দ্র রোডে ২৫১ ও ২৫২ নম্বর বুথে সিপিএম পোলিং এজেন্টদের ঢুকতে বাধা। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পরে কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে বুথে ঢোকেন সিপিএম পোলিং এজেন্টরা।
- বর্ধমানের কেতুগ্রামে ৬, ১৩৩ ও ১৩৪নম্বর এই তিনটি বুথে সিপিএম পোলিং এজেন্টদের মারধরের হুমকি, বুথে যেতে বাধা দেওয়ার অভিযোগ। অভিযোগের তির তৃণমূলের দিকে।
- চতুর্থ দিনের এই ভোটে সবচেয়ে বেশি উত্তেজনা রয়েছে মুর্শিদাবাদে। কমিশনের হিসাবে এই জেলায় স্পর্শকাতর এলাকার সংখ্যাও বেশি, ১৩০৯টি। নদীয়ায় স্পর্শকাতর এলাকার সংখ্যা হল ৬৭৬টি। কলকাতা উত্তরে রয়েছে ৩২৪। আর বর্ধমানে রয়েছে ১০৯২টি স্পর্শকাতর অঞ্চল। মুর্শিদাবাদে স্পর্শকাতর এলাকা সবচেয়ে বেশি হওয়ায় বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রতি জেলায় একজন করে পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছিল।
- ভোটকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য মুর্শিদাবাদ জেলায় ২৬১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কলকাতা উত্তরে ৬১ কোম্পানি, বর্ধমান জেলার ১৬টি বিধানসভা কেন্দ্রের জন্য ১৯৮ কোম্পানি এবং নদীয়া জেলায় ১৯৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মিলিয়ে লাখখানেক নিরাপত্তাকর্মী ভোটকে কেন্দ্র করে মোতায়েন থাকছে। এই ভোটকে কেন্দ্র করে অশান্তির আশঙ্কায় রয়েছে কমিশন। তাই প্রতিটি জেলা প্রশাসনকেই কড়া হাতে মোকাবিলা করার জন্য নির্বাচন কমিশন থেকে নির্দেশ পাঠানো হয়েছে। সতর্ক রয়েছে কমিশনও।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন