শনিবার, ১৬ এপ্রিল, ২০১৬

প্রতিবাদী হত্যা-কাণ্ডের সাজা ঘোষণার দিন পিছল



বামনগাছি সৌরভ চৌধুরী হত্যাকাণ্ডে দোষীদের সাজা ঘোষণার দিন পিছল ৷ বারাসত আদালত আগামী মঙ্গলবার, ১৯ এপ্রিল সাজা ঘোষণা করবে বলে জানিয়েছে ৷  এক বছর আট মাস পর বামনগাছির সৌরভ চৌধুরী হত্যা মামলায় শুক্রবারই রায় ঘোষণা করেছে বারাসত আদালত। মূল অভিযুক্ত শ্যামল কর্মকার-সহ ১২ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এদের মধ্যে ৯ জন অপহরণ, খুন ও তথ্যপ্রমাণ লোপাট এবং বাকি তিন জন আপরাধীদের আশ্রয় দেওয়ার দায়ে দোষী সাব্যস্ত। এক জনকে বেকসুর খালাস করেছে আদালত। প্রত্যাশা ছিল শনিবারই সাজা ঘোষণা করা হবে।
মূল অভিযুক্ত শ্যামল কর্মকারকে ৩৬৪, ৩০২, ২০১, ১২০বি, ৩৪ এবং অস্ত্র আইনের ২৫/২৭ ধারায় দোষী সাব্যস্ত করে আদালত। সোমনাথ সর্দার, সুমন দাস, সুমন সরকার, তারক দাস, অমল বারুই, রাকেশ বর্মন, তাপস বিশ্বাস ও রতন সমাদ্দারকেও দোষী সাব্যস্ত করা হয়েছে একই ধারায়। তবে এদের বিরুদ্ধে অস্ত্র আইনের কোনও ধারা নেই। পলি মাইতি, রতন দাস ও শিশির মুখোপাধ্যায়কে ২১২ ধারায় আপরাধীদের আশ্রয় দেওয়া ও ৩৪ নম্বর ধারায় মিলিত ষড়যন্ত্রের জন্য দোষী সাব্যস্ত করে আদালত।

কোন মন্তব্য নেই: