শনিবার, ১৬ এপ্রিল, ২০১৬

দায় কমাতে রঘুনাথপুর প্রকল্প বেচছে ডিভিসি



দেনার দায় পড়ে দামোদর ভ্যালি কর্পোরেশন(ডিভিসি) কর্তৃপক্ষ এবার পুরুলিয়ার রঘুনাথপুরে প্রকল্প বেচে দিচ্ছে রাষ্ট্রায়ত্ত নেইভেলি লিগনাইট কর্পোরেশনের কাছে৷ এই ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্পের প্রথম পর্যায়ের ৭৬ শতাংশ অংশিদারি নেইভেলিকে বিক্রি করে যৌথ উদ্যোগের মাধ্যমে ওই প্রকল্প গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে ডিভিসি ৷ সংস্থার চেয়ারম্যান অ্যান্ড্রূ ল্যাঙ্গস্টে শুক্রবার সাংবাদিকদের জানান , তাঁরা আশা করছেন, কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অনুমোদন আসার পরে চলতি ত্রৈমাসিকের মধ্যেই তা তৈরি হয়ে যাবে৷ এমন সিদ্ধান্তের ডিভিসি হাতে আসবে প্রায় ২৮ ,০০০ কোটি টাকার যা দেনা কমাতে সক্ষম হবে  বলে দাবি করেন ল্যাঙ্গস্টে৷কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের কাছে ডিভিসি-র পাঠানো প্রস্তাবে বলা হয়েছে , রঘুনাথপুর প্রকল্পের মালিক হবে ডিভিসি ও নেইভেলি লিগনাইট কর্পোরেশনের মালিকানাধীন একটি যৌথ সংস্থা৷ ওই নতুন সংস্থায় ডিভিসি এবং নেইভেলি লিগনাইটের শেয়ার থাকবে যথাক্রমে ২৪ ও ৭৬ শতাংশ৷ প্রসঙ্গত, আগে রঘুনাথপুরের এই প্রকল্পটি কিনে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছিল এনটিপিসি যদিও সেসময় ডিভিসি কর্মীদের এর বিরোধিতা করতে দেখা যায় ৷ কয়েক দফা আলোচনা হলেও পরে এনটিপিসি পিছিয়ে গিয়েছিল৷

কোন মন্তব্য নেই: