শনিবার, ১৬ এপ্রিল, ২০১৬

মার্কিন আদালতে টাটা গোষ্ঠীর দুই সংস্থাকে জরিমানা



ওয়াশিংটন : মার্কিন আদালতে বড় থাপ্পর খেল টাটা গোষ্ঠীর দুই সংস্থা টাটা কনসাল্টটেন্সি সার্ভিসেস এবং টাটা অ্যামেরিকা ইন্টারন্যাশনাল কর্পোরেশন ৷ কয়েকদিন ধরে সওয়াল শেষে ইউসকনসিন-র ফেডারেল গ্র্যান্ড জুরি এই দুই টাটা গোষ্ঠীর সংস্থাকে সফটঅয়্যারের প্রতারণার জন্য ২৪০ মিলিয়ন ডলার এপিক সিস্টেমকে দিতে বলা হয়েছে৷ তাছাড়া ওই দুই সংস্থাকে শাস্তিমূলক জরিমানা বাবদ আরও ৭০০ মিলিয়ন ডলার দিতে নির্দেশ দেওয়া হয়েছে ৷এপিক সিস্টেম  এই দুই সংস্থার বিরুদ্ধে ২০১৪ সালের অক্টোবর ম্যাডিসন জেলা আদালতে প্রথমে মামলা করেছিল৷

কোন মন্তব্য নেই: