শনিবার, ১৬ এপ্রিল, ২০১৬

কেন্দ্রীয় বাহিনীর পোশাকে বাইক-বাহিনীর তাণ্ডব, সিপিএম কর্মীদের মারধরের অভিযোগ

নানুর:  ভোটের মুখে ফের উত্তপ্ত বীরভূমের নানুর। যজ্ঞনগরে তৃণমূলের বাইক-বাহিনীর তাণ্ডব। সিপিএম সমর্থকদের ওপর হামলার অভিযোগ। সিপিএমের অভিযোগ, শনিবার সকালে কেন্দ্রীয় বাহিনীর পোশাক পরে গ্রামে আসে তৃণমূলের বাইক বাহিনী। তারা নানুরের সিপিএম প্রার্থী শ্যামলী প্রধানের পোস্টার ও ব্যানার ছিঁড়ে দেয়। বাধা দিতে গেলে কয়েকজন সিপিএম সমর্থককে মারধরও করা হয়। গ্রামবাসীদের অভিযোগ, ঘটনার প্রায় দেড়ঘণ্টা পরে গ্রামে পুলিশ আসে। পুলিশকে ঘিরে শুরু হয় বিক্ষোভ।

কোন মন্তব্য নেই: