জলপাইগুড়ি: ভোট কর্মীরা বুথে পৌঁছানোর আগেই বুথের দখল নিল কেন্দ্রীয় বাহিনী। বেলা বারোটার আগেই বুথে বুথে পৌঁছে গেলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। অপরদিকে কড়া নিরপত্তার মধ্যদিয়ে জলপাইগুড়ির প্রতিটি বুথে পৌঁছে গেলেন ভোট কর্মীরা। সকাল থেকেই ইভিএম মেশিন এবং ভোটের সরঞ্জাম নিতে জলপাইগুড়ির পলিটেকনিক কলেজে তৈরি হওয়া ডি সি আর সি তে ভোট কর্মীদের লম্বা লাইন ছিল। পলিটেকনিক কলেজের ডি সি আর সি থেকেই ডাবগ্রামফুলবাড়ি, রাজগঞ্জ, জলপাইগুড়ি সদর, ময়নাগুড়ি এবং ধূপগুড়ি বিধানসভা এলাকার ভোট কর্মীদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। অপরদিকে মাল মহকুমার ডি সি আর সি তৈরি হয়েছে মাল পরিমল মিত্র মহাবিদ্যালয়ে। এখান থেকে মাল এবং নাগরাকাটা বিধানসভা এলাকার ভোট কর্মীদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। জেলা নির্বাচনী দফতর সূত্রে জানা গিয়েছে জেলার সাতটি বিধানসভা কেন্দ্রের মোট ভোটার ১৬ লক্ষ ৭৯ হাজার ৩৮৯ জন। যার মধ্যে মহিলা ভোটারের সংখ্যা ৮ লক্ষ ১৮হাজার ৯৫৫ জন। ১৩ জন রয়েছেন তৃতীয় লিঙের ভোটার। জেলার মোট ভোট গ্রহণ কেন্দ্র ১ হাজার ৮৯৭ টি। মহিলা পরিচালিত বুথের সংখ্যা ১০ টি। যার প্রতিটি রয়েছে মাল মহকুমায়। সাতটি বিধানসভায় ভোটের কাজের জন্য রয়েছেন ১০ হাজার ১৮৪ জন ভোট কর্মী। জেলায় স্পর্শকাতর বুথের সংখ্যা ৭২৩ এবং অতিস্পর্শকাতর বুথের সংখ্যা ৬৫০টি বলে জানা গিয়েছে। জেলার জন্য রয়েছে ৮৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং ২ হাজার ৮০০ জন রাজ্য পুলিশ। জেলায় মোট প্রার্থীর সংখ্যা ৪২ জন। জলপাইগুড়ি সদরে ২৮০ টি বুথে ইভিএম মেশিনের পাশে থাকছে ভিভি প্যাট মেশিন। যার সাহায্যে ভোটারা নিশ্চিত হতে পারবেন তিনি সঠিক প্রার্থীকেই ভোট দিয়েছেন কিনা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন